পীরগঞ্জ (রংপুর) প্রতিনিধিঃ-
আজ বেলা ৩ টার দিকে রংপুর জেলা পীরগঞ্জ উপজেলার বিটিসি নামক স্থানে কাবিলপুর ইউনিয়নের চকশোলাগাড়ী অবস্থিত বকুলের ইট ভাটায় কর্মরত ৫ জন শ্রমিক বজ্রপাতে নিহত ও একজন গুরতর আহত হয়ছেন।নিহতরা হলেন, ধাপেরহাট তিলক পাড়া গ্রামের বাদশার পুত্র নাজমুল(১৮)ইদিলপুর ইউনিয়নের চকনদী গ্রামের সিরুলের পুত্র, সিয়াম(২০) আল আমিনের পুত্র শাহাদত(২৫) ও আয়তালের পুত্র রাশেদুল(২৪) ও চকশোলাগাড়ী গ্রামের জলিলের পুত্র জব্বার বলে জানা গেছে। আহত মেহেদুল পীরগঞ্জ উপজেলার কাবিলপুর ইউনিয়নে রসুলপুর গ্রামে।
বিষয়টি নিশ্চিত করে কাবিলপুর ইউনিয়নের চেয়ারম্যান রবিউল ইসলাম বলেন, নিহত ব্যক্তিরা সবাই শ্রমিক। তারা ধাপেরহাট ৩২ মাইলের পূর্বপাশে পীরগঞ্জ উপজেলার চকশোলাগাড়ীর একটি ইটভাটায় কাজ করতেন। তিনি আরও জানান, বৃষ্টির মধ্যে আকস্মিক এ বজ্রপাতের ঘটনা ঘটে।
পীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল আউয়াল বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।