মোঃহাবিবুর রহমান (হাবিব)(রংপুর)পীরগাছা প্রতিনিধি-
পীরগাছা উপজেলা ছাত্রলীগের সম্মেলন উপলক্ষে সকল নেতাকর্মীদের সাথে মতবিনিময় করেন বাংলাদেশ ছাত্রলীগ পীরগাছা উপজেলা শাখার (সভাপতি) পদপ্রার্থী আল- নাহিয়ান (অভি) তিনি বর্তমান বাংলাদেশ ছাত্রলীগ পীরগাছা উপজেলা শাখার সিনিয়র সহ-সভপতি,
ছাত্র রাজনীতির কর্মীবান্ধব, মেধাবী, যোগ্য ও পরিচ্ছন্ন ছাত্র নেতা
আল_নাহিয়ান_অভিকে (সভাপতি) হিসাবে দেখতে চায় পীরগাছা উপজেলা সর্বস্তরের সকল নেতাকর্মী।আল নাহিয়ান অভি বলেন,নিঃস্ব আমি রিক্ত আমি দেবার কিছু নাই..
আছে শুধু ভালোবাসা..দিয়ে গেলাম তাই।
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শ কে বুকে লালন করে আপনাদের ভালোবাসা নিয়ে আগামীর দিনগুলোতে এগিয়ে যেতে চাই। সকলে আমার জন্য দোওয়া রাখবেন।