জায়েদ আহমেদ,মৌলভীবাজারঃ
মৌলভীবাজার শহরে কাউসার মিয়া(০৬) নামে এক হারিয়ে যাওয়া শিশুকে তার পরিবারের কাছে হস্তান্তর করেছে মৌলভীবাজার সদর মডেল থানা পুলিশ।
আজ (৩ এপ্রিল) দুপুরে মৌলভীবাজার সদর মডেল থানার অফিসার ইনচার্জ নারী, শিশু, বয়স্ক ও প্রতিবন্ধী হেল্প ডেস্কের মাধ্যমে শিশুটিকে তার অভিভাবকের কাছে হস্তান্তর করেন।
গতকাল রাত আনুমানিক ১০.৩০ ঘটিকার সময়
মৌলভীবাজার শহরের পশ্চিমবাজার বাটার মোড় এলাকায় শিশু কাউসার মিয়াকে একা রাস্তায় ঘুরাফিরা করতে দেখে একজন সিএনজি চালক শিশুটিকে থানায় নিয়ে আসে।
নারী শিশুর বয়স্ক ও প্রতিবন্ধী ডেস্কের অফিসার এসআই শিউলি রানী দে শিশুটিকে তার নাম ঠিকানা জিজ্ঞাসাবাদ করে। কিন্তু শিশু কাউসার মিয়া তার নাম-ঠিকানা সঠিকভাবে বলতে না পারায় মৌলভীবাজার সদর থানার এসআই রতন কুমার হালদার ‘বিট পুলিশ’ নামে একটি ফেসবুক একাউন্ট থেকে শিশুটির ছবিসহ একটি পোস্ট করেন। পরে এই ফেসবুক পোস্টের মাধ্যমে শিশুটির পিতা মৌলভীবাজার সদর থানায় যোগাযোগ করেন।
যাচাইপূর্বক শিশু কাউসার, পিতা- মনির মিয়া, মাতা- কলি বেগম, সাং- কাজীপুর, থানা- বালাগঞ্জ, জেলা- সিলেট, যাচাই শেষে কাউসার কে তার পিতার কাছে তুলে দেওয়া হয়।