ভারত থেকে নিউজ দাতা মনোয়ার ইমামঃ
ভারতের একমাত্র রাজ্য নাগাল্যান্ড যেখানে স্বাধীনতার ১৯০৩সালের, পর দ্বিতীয় রেলওয়ে স্টেশন পেল। এতদিন ভারতের অসম রাজ্যের গুহাটি হয়ে নাগাল্যান্ড রাজ্যে ডিমাপুর পর্যন্ত চলত রেলওয়ে কিন্তু নাগাল্যান্ড রাজ্যের মুখ্যমন্ত্রী শ্রী নিফিয় রিও নাগাল্যান্ড রাজ্যে র নতুন রেলওয়ে স্টেশন শোখুভি থেকে ভারতীয় দোন্যি মোলা এক্সপ্রেস এর শুভ উদ্বোধন করেন।শোখুভি থেকে ডিমাপুর পযন্ত এবং ওখান থেকে গুহাটি হয়ে ভারতের দিল্লি ও বম্বে সহ অন্যান্য রাজ্যের সাথে যুক্ত করা হল নাগাল্যান্ড রাজ্যে রেলওয়ে কে এর ফলে খুশি নাগাল্যান্ড রাজ্যে র মানুষ। এই রেলওয়ে পথ তৈরি করতে কঠিন পরিক্ষার মধ্যে দিয়ে কাজ করতে হয়েছে। পাহাড় ও মালভূমি কেটে এই রেলওয়ে পথ তৈরি করে। এবং ভারতের স্বাধীনতার পর ১৯০৩সালের, পর দ্বিতীয় রেলওয়ে স্টেশন পেল নাগাল্যান্ড রাজ্যে নাগরিকরা।।