স্টাফ রিপোর্টারঃ
কুড়িগ্রামের রাজারহাটে পূর্ব শক্রতার জের ধরে পুকুরে বিষ প্রয়োগ করে মাছ নিধন করেছে দুর্বৃত্তরা। এতে ১ লক্ষাধিক টাকার বিভিন্ন জাতের মাছ মরে গেছে। এ ঘটনায় মঙ্গলবার (১৫ নভেম্বর) দুপুরে থানায় একটি লিখিত অভিযোগ দেয়া হয়েছে।
অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার উমরমজিদ ইউনিয়নের ফুলখাঁ মন্ডলপাড়া গ্রামে মোঃ আজাহার আলী’র ১১ শতক আয়তনের একটি পুকুর রয়েছে। পুকুরটিতে ১ লাখ টাকার বিভিন্ন জাতের মাছের পোনা ছাড়া হয়। মাছগুলোর বয়স ৩০-৪০ দিন হয়েছিল। মঙ্গলবার (১৫ নভেম্বর) দিনের বেলায় হঠাৎ মাছগুলো মরে পানিতে ভেসে উঠতে থাকে। একপর্যায়ে পুকুরের সব মাছই মরে যায়।
ওইদিন ভোররাত থেকে সকাল পর্যন্ত কোনো এক সময় পুকুরটিতে বিষ প্রয়োগ করে দুর্বৃত্তরা। এতে করে ১ লাখ টাকার মাছ নিধন করা হয়েছে বলে অভিযোগে উল্লেখ করা হয়।
ভুক্তভোগী আজাহার আলী অভিযোগ করে বলেন,প্রতিবেশী আব্দুল আজিজ,মোঃ হামিজ আলী ও মোঃ হায়দার আলীর গং এর সঙ্গে জায়গা-জমি নিয়ে বিরোধ চলে আসছে। পরবর্তীতে ওই চক্রটির বিরুদ্ধে আমি বিজ্ঞ আদালতে মামলা করে। এরপর থেকে তাদের সঙ্গে চলা বিরোধ আরও মারাত্মক আকার ধারণ করেছে। এরইমধ্যে চার থেকে পাঁচদিন আগে আজিজ সহ অন্যান্য আসামিদের পক্ষ থেকে মামলাটি প্রত্যাহার করে নেয়ার জন্য চাপ দেয়া হয়। অন্যথায় পুকুরের মাছ ও ফসলের ক্ষতিসাধন করার হুমকিও দেন তারা। তাদের প্রস্তাবে রাজি না হওয়ায় পুকুরটিতে বিষ দিয়ে মাছগুলো মেরে ফেলা হয়েছে বলে দাবি করেন তিনি।
তবে এসব অভিযোগ অস্বীকার করেছেন,আব্দুল আজিজ ও মোঃ হায়দার আলীর গং তিনি বলেন,কে বা কারা পুকুরে বিষ প্রয়োগ করেছে সেটি নিশ্চিত না হয়েই তাদের বিরুদ্ধে এই মিথ্যা অভিযোগ আনা হয়েছে।
রাজারহাট থানার অফিসার ইনচার্জ মোঃ আব্দুলাহিল জামান বলেন,মাছ নিধনের ঘটনায় একটি লিখিত অভিযোগ পেয়েছি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।