গত বুধবার (১৬ নভেম্বর) অনলাইন নিউজ পোর্টাল কানসাট নিউজ ডট কম-এ “সাড়ে ৩ কোটি টাকা নিয়ে কর্মীরা উধাও: গ্রাহকের টাকা নিয়ে টালবাহানা শিবগঞ্জের মধুমতি এনজিওর” শিরোনামে একটি সংবাদ প্রকাশ হয়। সংবাদটিতে উল্লেখ করা হয়, মধুমতি এনজিও বিভিন্ন শাখার গ্রাহকদের টাকা নিয়ে টালবাহানা করছে। যা সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট, ভিক্তিহীন ও উদ্দ্যেশ্য প্রনোদিত।প্রকৃতপক্ষে, মধুমতি সমাজ উন্নয়ন সংস্থা গ্রাহকদের সাথে সুসম্পর্ক বজায় রেখে ও তাদের সাথে কথা বলেই সমস্ত জামানত বুঝিয়ে দিচ্ছে ও আগামীতেও তা অব্যাহত রাখবে। তবে জেলাজুড়ে বিভিন্ন এনজিও তাদের কার্যক্রম বন্ধ করে দেয়ার কারনে স্বাভাবিকভাবেই মধুমতির উপর চাপ বেড়েছে। সেই চাপ সামাল দিয়ে জনগনের আস্থা অর্জন করতে সক্ষম হয়েছে মধুমতি সমাজ উন্নয়ন সংস্থা। যা দীর্ঘদিনের সফল কর্মকান্ডের ফল।
এছাড়াও মধুমতী সমাজ উন্নয়ন সংস্থা জেলাজুড়ে আর্থ সামাজিক উন্নয়নে ব্যাপক ভূমিকা পালন করছে। বেকার যুবকদের কর্মসংস্থান, অসহায় দরিদ্র খেটে-খাওয়া দিনমজুর শ্রেণীর মানুষদের সঞ্চয়ে আগ্রহী ও স্বাবলম্বী করতে উদ্ধৃদ্ধ করা এবং অর্থ সহায়তার মাধ্যমে প্রতিষ্ঠিত হতে কাজ করছে মধুমতি। এতে হাজার হাজার মানুষের ভাগ্য ফিরেছে। তবে একটি কুচক্রী মহল এই সাফল্যে ইর্ষান্নিত হয়ে এবং কিছু সাংবাদিক অনৈতিক সুবিধা না পেয়ে মধুমতির বিরুদ্ধে নানা ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। এরই অংশ হিসেবে এসব মিথ্যা বানোয়াট হয়রানিমূলক সংবাদ প্রকাশ করা হয়েছে। আমি এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।
মো. মাসুদ রানা
ব্যবস্থাপনা পরিচালক
মধুমতি সমাজ উন্নয়ন সংস্থা।