মোঃ নাহিদ হাসান নয়ন, সিরাজগঞ্জ জেলা প্রতিনিধিঃ
সিরাজগঞ্জ সদর উপজেলার কড্ডার মোর এলাকায় সদানন্দপুর সিরাজগঞ্জ সার্ভিসিং সেল অফিসে সোমবার (০৭-১১-২২) বিকেল ৪ ঘটিকায় FA, BM,GM সহ প্রায় ১০০ জন কে নিয়ে এই সভা অনুষ্ঠিত হয়।
সেখানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মোঃ জাহাঙ্গীর হোসেন, অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক প্রগতি লাইফ ইন্স্যুরেন্স।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মোঃ জসিম উদ্দিন, জেনারেল ম্যানেজার এন্ড এিচ আর, প্রগতি লাইফ ইন্স্যুরেন্স।জনাব মোঃ সরোয়ার রইচ, জেনারেল ম্যানেজার এন্ড ইনচার্জ টঙ্গী সার্ভসিং সেল, গাজীপুর ঢাকা।
সভায় সভাপতিত্ব করেন জনাব মোঃ মনসুর আলম, ডেপুটি জেনারেল ম্যানেজার এন্ড ইনচার্জ সদানন্দপুর সিরাজগঞ্জ সার্ভসিং সেল।
সার্বিক তত্বাবধানে ছিলেন মোঃ আমিনুল ইসলাম বুলবুল, এসিস্ট্যান্ট জেনারেল ম্যানেজার। আরো উপস্থিত ছিলেন জনাব মোঃ জাহিদ হাসান ব্রান্ঞ্চ ম্যানেজার, জনাব মোঃ আক্তার হোসেন ব্রান্ঞ্চ ম্যানেজার।
বক্তারা বলেন শেষ বয়সে পেনশন হিসেবে এই বিমার টাকা কাজে আসবে । গ্রাহকদের সুযোগ সুভিদার জন্য পেনশন বিমা, শিক্ষা বিমা, হজ্ব বিমা, দেনমহর বিমা সহ মোট ৩৪ টি বিমার সুভিধা রয়েছে। তারা ২ বছর পর পর বোনাস প্রদান করা হয়৷ তারা এই পেশাকে সব চেয়ে সম্মানিত পেশা বলে মনে করে।