রবিবার , ৯ অক্টোবর ২০২২ | ১৫ই জ্যৈষ্ঠ, ১৪৩০ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অভিযান
  3. অভিযোগ
  4. অর্থনীতি
  5. আইন-আদালত
  6. আগুন দুর্ঘটনা
  7. আটক
  8. আন্তর্জাতিক
  9. আরো
  10. আলোচনা সভা
  11. ইসলামিক
  12. উদ্ধার
  13. কবিতা
  14. কমিটি গঠন
  15. কৃষি সংবাদ

প্রতিপক্ষের হামলায় আহত আদিবাসী সাবেক চেয়ারম্যানের মৃত্যু

প্রতিবেদক
ঢাকার টাইম
অক্টোবর ৯, ২০২২ ১২:৩০ অপরাহ্ণ

 

রিপন কান্তি গুণ, বারহাট্টা (নেত্রকোনা) প্রতিনিধি ঃ

প্রতিপক্ষের লোকজনের হামলায় আহত নেত্রকোনার দুর্গাপুর উপজেলার কুল্লাগড়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান সুব্রত সাংমার (৪০) শনিবার সকালে ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

সুব্রত সাংমা দুর্গাপুর উপজেলার কুল্লাগড়া ইউনিয়নের বহেরাতলী গ্রামের সুধীর মানখিনের ছেলে।

সুব্রত সাংমার বড় ভাই দুর্গাপুর উপজেলা ট্রাইবাল ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সভাপতি সাইমন তজু বলেন, ‘হামলায় আহত হয়ে আমার ভাই ৯ দিন হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।’

দুগার্পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) শিবিরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন। এবং ওসি শিবিরুল ইসলাম জানান, শনিবার সকালে সাবেক চেয়ারম্যান সুব্রত সাংমা ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে মারা গেছেন। মরদেহ এখনো দুর্গাপুর আসেনি। এ ঘটনায় সুব্রত সাংমার বোন কেয়া তজু বাদী হয়ে গত ৩০ সেপ্টেম্বর রাতেই দুর্গাপুর থানায় মামলা করেছিলেন।

পুলিশ ও সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, মোবাইলের কল রিসিভ না করার জের ধরে গত ২৯ সেপ্টেম্বর সন্ধ্যায় কুল্লাগড়া ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান বিএনপি নেতা আব্দুল আউয়ালের ভাই বদিউজ্জামান ও তার লোকজন একই ইউনিয়নের বহেরাতলী গ্রামের মৃত হযরত আলীর ছেলে কাজল মিয়াকে স্থানীয় রাশিমনি বাজারে পেয়ে ব্যাপক মারধর করেন। এ সময় তাদের বাধা দিতে এগিয়ে যান সাবেক চেয়ারম্যান সুব্রত সাংমা। বিষয়টি টের দেখে ছুটে আসেন স্থানীয় লোকজনও।

এতে সুব্রত সাংমার প্রতি ক্ষুব্ধ হন প্রতিপক্ষের লোকজন। এরই জের ধরে ঐ দিন রাত ৮টার দিকে দুর্গাপুর পৌর শহরের শিবগঞ্জ বাজারের সুমেশ্বরী নদীর গোদারাঘাটে প্রতিপক্ষের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে সুব্রত সাংমার ওপর হামলা করে তাকে মারাত্মক জখম করে। তাকে উদ্ধার করে দুর্গাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানকার চিকিৎসক উন্নত চিকিৎসার ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

দুর্গাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) শিবিরুল ইসলাম জানান, সাবেক এই ইউপি চেয়ারম্যানের মৃত্যুর খবরে স্থানীয়দের মাঝে ক্ষোভ দেখা দেয়। স্থানীয়রা হত্যার সঙ্গে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবিতে দুর্গাপুর সদরের উৎরাইল বাজারে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন। এ কারণে শিবগঞ্জ বাজারে দোকানপাট বন্ধ রয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে।

ওসি আরও জানান, হামলার ঘটনায় আগে একটি মামলা হয়েছিল। এখন সেটিই হত্যা মামলায় রূপান্তর করা হবে। সেই মামলায় প্রধান আসামি করা হয়েছিল, দুর্গাপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও কুল্লাগড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল আউয়ালকে। এবং তার দুই ভাই শামীম মিয়া ওরফে শ্যুটার শামীম, বদিউজ্জামানসহ ১৫ জনের নাম উল্লেখ অজ্ঞাত আরও ১৬ জনকে আসামি করা হয়।

সর্বশেষ - সারা দেশ

আপনার জন্য নির্বাচিত

বারহাট্টায় কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ

অপূর্বর শারীরিক অবস্থা ভালোর দিকে

“পৃথিবীর ছাদ” খ্যাত পামীর মালভূমির কথা!

রায়গঞ্জে শিক্ষক সমিতির নির্বাচনে যুগ্ম মহিলা বিষয়ক সচিব পদে জীবন নাহার খানের জয়লাভ

ফ্রেন্ডশিপের ২০ বৎসর পূতি উপলক্ষে কোভিট যোদ্ধা আনিছুর রহমান মিলন কে সম্বর্ধনা

সাংবাদিককে হত্যার চেষ্টাকারীদের গ্রেপ্তারের দাবিতে রূপগঞ্জে প্রতিবাদ সভা ও মানববন্ধন

রূপগঞ্জের তিনটি অবৈধ হাসপাতাল ও ক্লিনিক সিলগালা

জয়পুরহাটে নানা আয়োজনে বিশ্ব ডিম দিবস পালিত

মহাদেবপুরে চিত্রায়িত হলো রবীন্দ্র গানের মিউজিক ভিডিও

রাজেন্দ্রপুর পূর্ব বিটে দেড় বছরে চোখ ধাঁধানো মিশ্র বনায়ন

ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট