(শরীয়তপুর প্রতিনিধি)
শরীয়তপুর জেলার নড়িয়া উপজেলা,
পৌরসভা ৪ নং ওয়ার্ড
বাশঁতলা গ্রামের উত্তর পাসে নদীতে চলছে অবৈধ ড্রেজার কাটার মেশিন। এই অবৈধ ড্রেজার কাটার মেশিন বসিয়ে রাতের আধারে বালু
লোড করা হচ্ছে শত শত জাহাজ। এতে নড়িয়া পৌরসভা সহ দুইটি ইউনিয়নের কিছু অংশ ঝুঁকিতে রয়েছে,
১/ চর আত্রা ইউনিয়ন,২/ কেদার পুর ইউনিয়ন।
স্থানীয় সুত্রে জানাযায় চরআত্রা ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের সাবেক মেম্বার, আঃ রহীম নামের এক বালু খেকো, অবৈধ ড্রেজার কাটার মেশিন বসিয়ে মাসের পর মাস ব্যবসা করে আসছে। নড়িয়া বাঁশতলা গ্রামের এক মুরুব্বী বলেন দীর্ঘদিন যাবত নদীতে অবাধে চালাচ্ছে ড্রেজার কাটার মেশিন।
চাঁ-দোকানদার আরেক ব্যক্তি বলেন এখানে আগে ড্রেজার দিনে চলতো, কিছুদিন আগে উপজেলা প্রশাসন অভিযান দেয়ার পরে, এখন আর দিনে চালায় না।এখন প্রতিদিন রাত দশটার পরে প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে ভোর পযন্ত চলে অবৈধ ড্রেজার।
মাছ ধরার এক জেলে বলেন দীর্ঘদিন ধরে এখানে রাতের আধারে চলে অবৈধ ড্রেজার কাটার মেশিন, আর যার হুকুমে এখানে ড্রেজার চলে তার একটা মাজারি সাইজের ট্রলার আছে, মাঝে মধ্যে পাঁচ ছয়জনের একটা দল, ট্রলার নিয়ে রাতের আধারে ড্রেজার মিশিনের কাছে যাওয়া আসা করে,এতে করে নদীতে থাকা জেলেরা মাছ ধরার সময় ভয় পেয়ে যাই, এর কারণ হলো মাঝে মধ্যেই নদীতে চলে চাঁদাবাজি ও ডাকাতি। তাই আমরা ড্রেজারের ট্রলার দেখে মনে করি ডাকাতের ট্রলার, তাই দেশ ও জনগণের সার্থে অবৈধ ড্রেজার মেশিন বন্ধের জন্য প্রশাসনের সুদৃষ্টি কামনা করছি।