রাকিবুল ইসলাম তুরান
রিপোর্টার :ফরিদপুর জেলা।
বোয়ালমারী উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক জনাব সামসুদ্দিন মিয়া ঝুনু ও উপজেলা ছাত্রদল নেতা সাদ্দাম পাপ্পু কে, ২১জুলাই দিবাগত ভোর রাত আনুমানিক তিনটায় , গ্রেপ্তার করে বোয়ালমারী থানা পুলিশ।
এ সময় বোয়ালমারী উপজেলা ছাত্রদলের আহবায়ক মোহাম্মদ তপু, ও উপজেলা ছাত্রদল নেতা জুয়েল এর বাড়িতে অভিযান চালানো হয় বলে জানা যায়।
অভিযান পরিচালনাকারী অফিসার, এসআই মামুন ঢাকার টাইম কে ফোন কলে জানান , গ্রেফতার কৃতদের বিরুদ্ধে পুলিশকে ইট পাটকেল মারার অভিযোগ আছে।