রাকিবুল ইসলাম তুরান
রিপোর্টার:ফরিদপুর জেলা।
বুধবার ৯ আগস্ট সকাল থেকে দুপুর পর্যন্ত ফরিদপুরে নিরাপদ খাদ্য নিশ্চিতে, মিষ্টির দোকান ও চালের দোকানে অভিযান পরিচালনা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
এসময় শহরের মেসার্স ইরিনা এন্টারপ্রাইজ ও বাগাট রাজকুমার মিষ্টান্ন ভাণ্ডারে সংশ্লিষ্ট আইন লঙ্ঘন করে, বিধি বহির্ভূতভাবে খাদ্যপণ্য গুদামজাত, মজুদ, সংরক্ষণ ও বিক্রয় করার অপরাধ প্রমাণিত হয়। এ কারণে দুই প্রতিষ্ঠানকে এক লাখ ত্রিশ হাজার টাকা জরিমানা করা হয়।
এ অভিযান পরিচালনা করেন সিনিয়র সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মারিয়া হক এবং ডেপুটি কালেক্টরেট (এন ডি সি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মুজিবুল ইসলাম।
জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মুজিবুল ইসলাম বলেন, নিরাপদ খাদ্য আইন-২০১৩ এর ৩৯ ধারায় মেসার্স ইরিনা এন্টারপ্রাইজকে এক লাখ টাকা এবং বাগাট রাজ কুমারকে ভোক্তা অধিকার আইন-২০০৯ এর ৪৫ ধারা মোতাবেক ত্রিশ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।
তিনি আরও বলেন, মেসার্স ইরিনা এন্টারপ্রাইজের লাইসেন্স ছিল না, এছাড়া ডিসি ফুডের অনুমোদন ছাড়া নানা অসঙ্গতি পাওয়া যায়। এছাড়া বাগাট মিষ্টান্ন ভাণ্ডারে ওজনে কম দেওয়া, মেয়াদোত্তীর্ণ তারিখ না দেওয়াসহ বেশ কিছু অসঙ্গতি পাওয়া গেছে।