মোঃ রবিউল বিশেষ প্রতিনিধি
পান্থপথ থেকে ফার্মগেট যাওয়ার পথে ফুটপাত গুলো এখন আর হাটার মতো অবস্থা নেই। শুধু এই রাস্তা না।ঢাকার মধ্যে বিভিন্ন জায়গার ফুটপাত গুলো ছোট ছোট দোকানে ভরে গেছে। তাদের দখলে ফুটপাত গুলো সব।সেইটা না হয় একটু হলেও মানা যায় কিন্তু এইটা কি?
ফুটপাত দিয়ে হাটা যায় না। রাস্তার যে খানে সে খানে ডাস্টবিন, জায়গায় জায়গায় মানুষ কি করছে এই গুলা। গন্ধে পুরো জায়গা টার অবস্থা খারাপ। বিশেষ করে মেয়েদের লজ্জায় পড়তে হয়।এই রকম রাস্তা দিয়ে চলাচল করতে। রাস্তা দিয়ে কত মানুষের চলাচল। এই গুলা মানতে হয় রাস্তা দিয়েও হাটা যায় না, ফুটপাত দিয়েও হাটা যাই না তাহলে কোথা দিয়ে হাটবে মানুষ।
নিজের দেশ কে সবাই ভালোবাসুন। সচেতন একজন নাগরিক হন।