আলমগীর হোসেন আসিফ ফুলবাড়ী কুড়িগ্রাম প্রতিনিধিঃ
কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার বড়ভিটা ইউনিয়নের উত্তর বড়ভিটা জামে মসজিদ সংলগ্ন মাঠে শনিবার (১৯ নভেম্বর) বাদ মাগরিব তাফসিরুল কোরআন মাহফিল অনুষ্ঠিত হয়েছে। উত্তর বড়ভিটা যুব সমাজ আয়োজিত তাফসিরুল কোরআন মাহফিলে বড়ভিটা ইউনিয়ন পরিষদের ৫ নং ওয়ার্ডের সাবেক সদস্য আফজাল হোসেন সভাপতিত্ব করেন।
মাহফিলে প্রধান বক্তা হিসেবে বক্তব্য পেশ করেন, বিজয় বাংলা টেলিভিশনের ধর্মীয় আলোচক, বিশিষ্ট ইসলামি চিন্তাবিদ হাফেজ ক্বারী হজরত মাওলানা মোঃ রাকিব বিন রজব সিদ্দিকী। দ্বিতীয় বক্তা হিসেবে বক্তব্য পেশ করেন, উপজেলার নগরাজপুর ইসলামিয়া সিনিয়র মাদ্রাসার সহকারী অধ্যাপক হযরত মাওলানা মোঃ আবু তালেব খন্দকার। এছাড়াও স্থানীয় উলামায়ে কেরামগন বক্তব্য পেশ করেন।
তাফসিরুল কোরআন মাহফিলে প্রধান অতিথি ছিলেন বড়ভিটা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আতাউর রহমান মিন্টু। আমন্ত্রিত অতিথি ছিলেন শাহ বাজার আবুল হোসেন সিনিয়র (ডিগ্রি) মাদ্রাসার অধ্যক্ষ আবুল কাশেম সরকার। বিশেষ অতিথি ছিলেন, কাগজিপাড়া আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মশিউর রহমান, উত্তর বড়ভিটা হরিরহাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক বোস্তামী আলম লায়ন, বড়ভিটা ইউনিয়ন পরিষদের ৫ নং ওয়ার্ডে সদস্য এনামুল হক ও ৪নং ওয়ার্ডের সদস্য মাসুদ রানা প্রামানিক সবুজ।