আলমগীর হোসেন আসিফ ফুলবাড়ী কুড়িগ্রাম প্রতিনিধিঃ
কুড়িগ্রাম ফুলবাড়ীতে অবৈধ ভাবে বালু উত্তোলন বেড়েই চলেছে, এতে ফসলি জমি বাধ ঘরবাড়ি হুমকির মুখে, ভুক্ত ভোগীরা এ ব্যাপারে প্রসাসনিক কর্মকর্তার সুদৃষ্টি কামনা করছে।
সরোজমিন পরির্দশন করে দেখা যায় কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার ভাঙ্গামোর ইউনিয়নের ৫নং ওয়ার্ড পাখিরহাট বাজার সংলগ্ন রাস্তায় পাশে ১২০ ফিট ব্ররিং করে মাটির গভিরতা থেকে ড্রেজার শ্যালো মেশিন বসিয়ে কোনো কিছুর তোয়াক্বা না করে প্রভাব খাটিয়ে পাথরবালু উত্তোলন করেই চলেছে (বজলে রহমান),। এবং একই ভাঙ্গামোর ইউনিয়নে ৩নং ওয়ার্ডের বটতলার উওররাবাইতারী গ্রামে ড্রেজার দিয়ে অবৈধ ভাবে বালু উত্তোলন করেই যাচ্ছে (পাশা মিয়া),এবং এই পাশা মিয়া দির্ঘদিন থেকে বিভিন্ন জায়গায় ড্রেজার দিয়ে বালু উত্তোলন করেই আসতেছে কিন্তু দেখার মতো কেউ নেই ।এবং সরকারি রেকর্ডভুক্ত রাস্তার উপর দিয়ে, ট্রাক্টরএবং টলি ব্যাবহার করে রাস্তার ব্যাপক ক্ষতি হচ্ছে, রাস্তার মাঝে মাঝে গর্তের সৃষ্টি হচ্ছে। নাম প্রকাশ করা অনিচ্ছুক ভাবে এলাকাবাসী জানায় এই অবৈধ বালু উত্তোলন করে ফসলি জমির ব্যাপক ক্ষতি করতেছে এবং পাশের জমি হুমকির মুখে কিন্তু তাদের বললে কোনো কথা তোয়ার্ক্কা না,করে , উল্টা আমাদের হুমকি দেয়, এরা কার সাহসে এভাবে অবৈধ ভাবে বালু উত্তোলন করতেছে আমরা জানি না, আমরা প্রসাসনের সুদৃষ্টি কামনা করছি।
এ বিষয়ে উপজেলা নির্বাহি কর্মকর্তা সুমন দাসকে জানালে তিনি বলেন দেখে ব্যাবস্থা গ্রহন করা হবে।