আলমগীর হোসেন আসিফ ফুলবাড়ী (কুড়িগ্রাম) প্রতিনিধিঃ
কুড়িগ্রামের ফুলবাড়ীতে বাংলাদেশ আওয়ামী লীগ ফুলবাড়ী উপজেলা শাখার ত্রিবার্ষিক সম্মেলন সোমবার (২১ নভেম্বর) ফুলবাড়ী উচ্চ বালিকা বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়েছে। বিকাল ৩টায় জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে সম্মেলনের আনুষ্ঠানিকতা শুরু হয়। জেলা আওয়ামী লীগের সহসভাপতি চাষি এমএ করিম ত্রিবার্ষিক সম্মেলনের প্রথম অধিবেশনের উদ্বোধন করেন।
ফুলবাড়ী উপজেলা আওয়ামী লীগের আয়োজনে ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি আতাউর রহমান শেখের সভাপতিত্বে অনুষ্ঠিত ত্রিবার্ষিক সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের রংপুর বিভাগের দ্বায়িত্ব প্রাপ্ত সাংগঠনিক সম্পাদক মোঃ সাখাওয়াত হোসেন শফিক। সম্মেলনে প্রধান বক্তা হিসেবে বক্তব্য পেশ করেন, কুড়িগ্রাম জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আমান উদ্দিন আহমেদ মঞ্জু। বিশেষ অতিথি ছিলেন, বাংলাদেশ আওয়ামী লীগের সদস্য সাবেক এমপি এ্যাডভোকেট হোসনে আরা লুৎফা ডালিয়া ও বাংলাদেশ আওয়ামী লীগের সদস্য সাবেক এমপি এ্যাডভোকেট সফুরা বেগম রুমি।
প্রধান অতিথি সহ জেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দের বক্তৃতা শেষে চাষি এমএ করিম ফুলবাড়ী উপজেলা শাখা আওয়ামী লীগের কমিটি বিলুপ্ত ঘোষণা করেন।
রাতে উপজেলা ডাক বাংলোতে দ্বিতীয় অধিবেশনে সম্মেলনের প্রধান অতিথি মোঃ শাখাওয়াত হোসেন শফিক ফুলবাড়ী উপজেলা শাখা আওয়ামী লীগের সভাপতি পদে আতাউর রহমান শেখ এবং সাধারণ সম্পাদক পদে আহাম্মদ আলী পোদ্দার রতনের নাম উল্লেখ করে উপজেলা আওয়ামী লীগের আংশিক কমিটি ঘোষণা করেন। এসময় তিনি উপজেলা আওয়ামী লীগের নব গঠিত কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদককে আগামী ২০ দিনের মধ্যে পুর্নাঙ্গ কমিটি সম্পন্ন করে জেলা ও কেন্দ্রীয় নেতৃবৃন্দের নিকট প্রেরণের নির্দেশনা দেন।