মোঃ মাসুদ ফারুক বাবলু বগুড়া বিশেষ প্রতিনিধি ঃ
বগুড়া জেলার ধুনট উপজেলায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক ৭ই মার্চের ভাষণ উদযাপন উপলক্ষে এক বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়। এবারের আলোচনা সভার স্লোগান ছিল বঙ্গবন্ধুর ভাষণ এখন সারা বিশ্ব প্রামাণ্য ঐতিহ্য।,এ উপলক্ষে, ধুনট উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব,সঞ্জয় কুমার মোহন্ত এর সভাপতিত্বে বর্ণাঢ্য র্যালি ধুনট উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে এসে শহীদ মিনার ( বঙ্গবন্ধু চত্বর) মিলিত হয়ে সেখানে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি করা হয় বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মোঃ হাবিবুর রহমান মাননীয় জাতীয় সংসদ সদস্য ৪০ বগুড়া ০৫ (শেরপুর ধুনট নির্বাচনী এলাকা)
বিশেষ অতিথি হিসেবে উপস্হিতি ছিলেন জনাব টি আই এম নুরুন্নবী তারিক,সভাপতি,ধুনট উপজেলা আওয়ামীলীগ। প্রকৌশলী মুহম্মদ আসিফ ইকবাল সনি,সাধারণ সম্পাদক,ধুনট উপজেলা আওয়ামীলীগ। জনাব,মোঃ গোলাম সোবহান,সিনিয়র সহ সভাপতি উপজেলা আওয়ামীলীগ ধুনট বগুড়া। জনাব,ফেরদৌস আলম,সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার ধুনট উপজেলা বগুড়া। বীর মুক্তিযোদ্ধা জনাব,মোঃ মোজাম্মেল হক মাস্টার ধুনট বগুড়া। জনাব মোঃ আব্দুল হাই খোকন,চেয়ারম্যান,উপজেলা পরিষদ,ধুনট বগুড়া,জনাব,এ,জি,এম বাদ শাহ্,মেয়র, পৌরসভা ধুনট বগুড়া। জনাব,পপি রাণী পোদ্দার, মহিলা ভাইস চেয়ারম্যান,উপজেলা পরিষদ,ধুনট বগুড়া। জনাব মোঃ রবিউল ইসলাম, থানা ইনচার্জ,ধুনট বগুড়া। জনাব ভিপি মতিউর রহমান সভাপতি যুবলীগ,ধুনট উপজেলা বগুড়া।