ধুনট (বগুড়া) স্টাফ রিপোর্টার মোঃ মাসুদ ফারুক বাবলু
বগুড়া জেলার ধুনট চৌকিবাড়ী ইউনিয়নের শাকদহ গ্রামে জোরপূর্বক লাঠিয়াল বাহিনী কতৃক জমি দখলের চেষ্টা চালিয়ে যাচ্ছে একই এলাকার লাঠিয়াল বাহীনীর লিডার আবু তালেব।
সরো জমিনে গিয়ে জানা যায়,চৌকিবাড়ী ইউনিয়নের শাকদহ গ্রামের মৃত বেদর হোসেন সরকার সূএে জমির মালিক তার ২য় ছেলে মৃত সোহরাব ডাঃ। মৃত সোহরাব ডাঃ সূএে জমির মালিক তার একমাএ ছেলে মোঃ রেজভী আহমেদ।দীর্ঘদিন যাবৎ তার নিজ দখলীয় সম্পতি চাষবাদ করে আসছিলো।জমির খতিয়ান (১২৬)দাগ নং (৪০০) জমির পরিমাণ ২৫ শতাংশ।
এমতো অবস্থায়,ভুয়া দলিল সংগ্রহ করে জোরপূর্বক জমি দখলের পায়তারা চালিয়ে যাচ্ছে একই এলাকার লাঠিয়াল বাহিনীর লিডার আবু তালেব।
সেই সাথে বিভিন্ন সময় ওই জমির বর্তমান মালিক রেজভি আহমেদ ও তার পরিবারকে প্রাণ নাশের হুমকি ধামকি প্রদর্শন করে যাচ্ছে।এবং এই ভুয়া দলিল দেখিয়ে কয়েক জনকে আসামি করে ধুনট থানায় একটি অভিযোগ দায়ের করেছে লাঠিয়াল বাহিনীর লিডার আবু তালেব। এর আগেও এই লাঠিয়াল বাহিনীর লিডার আবু তালেব এর বিরুদ্ধে জোরপূর্বক জমি দখল ও এলাকায় বিভিন্ন অবৈধ সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগ রয়েছে বলে এলাকাবাসী জানান,
এই জমির প্রকৃত মালিক রেজভী আহমেদ আবু তালেব এই জমির মালিক না হইয়েও জোরপূর্বক জমি দখলে নেওয়ার চেষ্টা চালিয়ে যাচ্ছে বলে জানা গেছে। সেই সাথে প্রকৃত জমির মালিক রেজভী আহমেদ এর উপর ধুনট থানায় মিথ্যা অভিযোগ দায়ের করে হয়রানির শিকার করার করে যাচ্ছে।
,তবে রেজভী আহমেদ যেনো ন্যায় বিচার পান এই জন্য প্রশাসনের উর্ধতন কর্মকর্তা গণের প্রতি অনুরোধ জানান অত্র এলাকার সচেতন মহলের লোকজন।
এই বিষয়ে, জমি দখলের চেষ্টা কারী আবু তালের এর সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করা হলেও তার সাথে কোন প্রকার যোগাযোগ করা সম্ভব হয়নি।
এই বিষয়ে ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোঃ রবিউল ইসলাম জানান,জমিজমা সংক্রান্ত বিষয়ে একটি অভিযোগ পেয়েছি।জমির কাগজপত্র দেখে সঠিক তদন্ত সাপেক্ষে দোষী ব্যক্তিদের বিরুদ্ধে আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে বলে তিনি জানিয়েছেন।