সোমবার , ১৯ সেপ্টেম্বর ২০২২ | ৯ই চৈত্র, ১৪২৯ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অভিযান
  3. অভিযোগ
  4. অর্থনীতি
  5. আইন-আদালত
  6. আগুন দুর্ঘটনা
  7. আটক
  8. আন্তর্জাতিক
  9. আরো
  10. আলোচনা সভা
  11. ইসলামিক
  12. উদ্ধার
  13. কবিতা
  14. কমিটি গঠন
  15. কৃষি সংবাদ

বগুড়া ধুনটে যমুনা নদীতে অবৈধ বালু উত্তোলন কারিদের বিরুদ্ধে ভ্রাম্যমান আদালত ১৬ জনের ১ মাসের জেল

প্রতিবেদক
ঢাকার টাইম
সেপ্টেম্বর ১৯, ২০২২ ৪:৩৮ অপরাহ্ণ

 

বগুড়া বিশেষ প্রতিনিধিঃ মোঃ মাসুদ ফারুক বাবলুঃ

 

বগুড়া জেলার ধুনট উপজেলায় ভান্ডারবাড়ী ইউনিয়নের বৈশাখীর চর এলাকায় যমুনা নদী থেকে অবৈধ ভাবে বালু উত্তোলন করিদের বিরুদ্ধে ভ্রাম্যমান আদালত দেওয়া হয়েছে।

ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ১৬ জন বালু ব্যবসায়ীকে আটক করে প্রত্যেককে ১ মাস করে বিনাশ্রম জেল দিয়েছেন এই ভ্রাম্যমাণ আদালত ।

এই ঘটনাটি ঘটে সোমবার সকালে ধুনট উপজেলার বৈশাখীর চর এলাকায়। সুত্রে জানা যায় যে উপজেলার গোশাইবাড়ী ও ভান্ডারবাড়ী ইউনিয়নের শহরাবাড়ী,শিমুল বাড়ী,কইয়া গাড়ী গ্রামের কিছু অসাধু বালু ব্যবসায়ীগণ দির্ঘদিন যাবৎ বৈশাখীর চর এলাকায় দিনে এবং রাতের অন্ধকারে যমুনা নদী থেকে অবৈধ ভাবে বালু উত্তোলন ও চরকেটে বালু বিক্রয় করে আসছিল।এই অবৈধ ভাবে বালু উত্তোলন করার ফলে নদীর তীরবর্তী মানুষের বসতবাড়ী, কৃৃষি ফসলি জমিসহ বন্যা নিয়ন্ত্রন বাঁধ হুমকীর সম্মুখীন হচ্ছে বলে এলাকার জনসাধারণ অভিযোগ করেন। অভিযোগের ভিত্তিতে ভ্রাম্যমান আদালতটি পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজেষ্ট্রেট সঞ্জয় কুমার মহন্ত ও উপজেলা সহকারী কমিশনার ভূমি নুরুল আমিন তিনি ভ্রাম্যমান আদালতের মাধ্যমে অবৈধ ভাবে বালু উত্তোলনকারী ১৬ জনকে আটক করা হয়। আটককৃত ১৬ জন ব্যাবসায়ীকে ১ মাসের বিনাশ্রম জেল প্রদান করেন এবং সেইসাথে ৫ টি বালু উত্তলন বলগেড জাহাজ,১০ টি শেলো মেশিন জব্দ করা হয় বলে জানান ভ্রাম্যমাণ আদালত পরিচালনা কমিটি। এসময় আরো উপস্থিত ছিলেন ধুনট থানার অফিসার ইনচার্জ রবিউল ইসলাম। গোপন সংবাদের ভিত্তিতে বগুড়ার ধুনট উপজেলার ভান্ডারবাড়ী ইউনিয়নের বৈশাখী গ্রামের চর এলাকা থেকে অবৈধ ভাবে বালু উত্তোলনকারী ব্যবসায়ীদের গ্রেফতার করেন। জব্দ কৃত মালামাল ভান্ভারবাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বেলাল হোসেন বাবুর দায়িত্বে রাখা হয়েছে বলে জানিয়েছেন ।
তারিখ, ১৯-০৯-২০২২ ইং,

সর্বশেষ - সারা দেশ

ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট