আবু কাউসার :-
বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে নবগঠিত পূর্ণাঙ্গ কমিটির শ্রদ্ধাঞ্জলি
ধানমন্ডি ৩২ নম্বরে পুষ্পস্তবক অর্পন।
ঢাকা মহানগর দক্ষিণের আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের নব গঠিত পূর্ণাঙ্গ কমিটির নেতৃবৃন্দদের নিয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা জানিয়েছেন।
সভাপতি আলহাজ্ব কামরুল হাসান রিপন এবং সাধারণ সম্পাদক তারিক সাঈদের নেতৃত্বে আজ রবিবার সকাল ১১টায় ধানমন্ডি ৩২ নম্বরে পুষ্পস্তবক অর্পনের মাধ্যমে হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালির প্রতি শ্রদ্ধা নিবেদন করেন নেতা-কর্মীরা। পুষ্পস্তবক অর্পণ শেষে ১ মিনিট নিরবতা পালন করেন তারা।
এসময় বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় নির্বাহী সংসদের ভারপ্রাপ্ত সভাপতি গাজী মেজবাউল হোসেন সাচ্চু, সাধারণ সম্পাদক আফজালুর রহমান বাবু এবং সহ-সভাপতি কাজী শহীদুল্লাহ লিটনসহ ঢাকা মহানগর দক্ষিণের অন্তর্গত সকল থানা, ওয়ার্ড এবং ইউনিট পর্যায়ের সর্বস্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
এ সময় উপস্থিত সকল নেতৃবৃন্দই জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আর্দশ অনুসরণ করে মানুষের কল্যাণে নিজেদের বিলিয়ে দেওয়ার অঙ্গিকার ব্যক্ত করেন।