নিরেন দাস,জয়পুরহাট প্রতিনিধিঃ-
সুনামগঞ্জের ধর্মপাসা উপজেলায় ফেসবুকে বঙ্গবন্ধু প্রধানমন্ত্রী শেখ হাসিনা সজিব ওয়াজেদ জয়কে নিয়ে কটূক্তি করায় আমিনুল হক চৌধরী (৪৫)নামে এক এক ব্যক্তির বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে ২০১৮ সালের (২১)(২৫)২৭)২৯)৩১) ধারায় রাজশাহী সাইবার ট্রাইব্যুনাল বিচারক জিয়াউর রহমানের আদালতে ১টি মামলা হয়েছে।মামলার বাদী সাংবাদিক আব্দুর রাজ্জাক
মামলা সূত্রে জানা গেছে, (৩ আগস্ট) সজিব ওয়াজেদ জয়কে কটূক্তি করে পোষ্ট দেন তিনি একমাত্র বিজ্ঞানি যুক্তরাষ্ট্র বসে বাংলাদেশ থেকে ৩ কোটি টাকা বেতন পান তিনি বিশ্বের একমাত্র মহা বিজ্ঞানি (২০আগস্ট) বঙ্গবন্ধুকে নিয়ে স্বাধীন বাংলাদের প্রথম হত্যাকারী বলেন (২১আগস্ট) মানোনীয় প্রধানমন্ত্রীকে নিয়ে পোষ্ট দেন গণতন্ত্রকে হত্যা করে ভারতের হাতে তুলে দেন ইত্যাদি রাষ্ট্র বিরোধী বক্তব্য দেন সুনামগঞ্জ জেলার ধর্মপাসা উপজেলার মাইজবারি গ্রামের আঃ কুদ্দুস চৌধরীর ছেলে আমিনুল হক চৌধরী তার নামিয়ও ফেসবুক আইডি থেকে বিভিন্ন সময়ে বঙ্গবন্ধু প্রধানমন্ত্রী শেখ হাসিনা সজিব ওয়াজেদ জয়কে নিয়ে কটূক্তি ও অবমাননাকর পোষ্ট দিয়ে আসছিল। এরই সূত্র ধরে চলতি বছরের (৩১আগস্ট) জয়পুরহাট জেলার সাংবাদিক আঃ রাজ্জাক বাদী হয়ে রাজশাহী সাইবার ট্রাইব্যুনাল আদালতে ডিজিটাল নিরাপত্তা আইনে আইনজীবী মামুনুর রশীদ জন এর মাধ্যমে তিনি মামলাটি দায়ের করেন। আদালতের জ্যেষ্ঠ বিচারক দায়রা জজ জিয়াউর রহমান মামলাটি আমলে নিয়েছেন৷
এবিষয়ে মামলার বাদী সাংবাদিক আঃ রাজ্জাক বলেন আমরা সাংবাদ কর্মী রাষ্টের ৪র্থ স্তম্ভ রাষ্টের সম্মানি ব্যক্তিদের নিয়ে কটূক্তি কারী আমাদের দেশের জন্য অমঙ্গল কর। আমিনুল হক চৈাধরী আইডিতে বিভিন্ন সময়ে বঙ্গবন্ধু, প্রধানমন্ত্রী ও সজিব ওয়াজেদ জয়কে নিয়ে কটূক্তি করে পোষ্ট দিয়ে আসছে ফলে আমার নজরে আসলে আমি আদলতের সরাপন্ন হয়েছি৷ বিঙ্গ বিচারক অভিযোগটি আমলে নিয়েছে৷
বাদি পক্ষের আইনজীবী মামুনুর রসিদ জন বলেন, আসামি আমিনুল হক চৈাধরী তার আইডিতে বঙ্গবন্ধু প্রধানমন্ত্রী ও সজিব ওয়াজেদ জয়কে নিয়ে সামাজিক যোগাযোগ স্যোসাল মিডিয়ায় বিভিন্ন ভাবে কুটুক্তি করাই আদালতে নজরে এনেছি বিজ্ঞ আদালত
আজ বুধবার (৩১আগষ্ট) মামলাটি আমলে নিয়েছে৷