বটিয়াঘাটা প্রতিনিধিঃ
বটিয়াঘাটার কিসমত ফুলতলা এলাকায় সৈকত লস্কর(২২) নামের এক যুবক বিষপানে আত্মহত্যা করেছে । সে ওই এলাকার শৈলেন লস্করের পুত্র ।
সূত্রে প্রকাশ, সৈকত লস্কর পরিবারের সদস্যদের প্রতি অভিমান করে বিষ পান করে । এক পর্যায়ে বাড়ির লোকজন ঠিক পেয়ে তড়িঘড়ি করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে প্রাথমিক চিকিৎসা শেষে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন । পরবর্তী মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য লাশ এ রিপোর্ট লেখা পর্যন্ত থানায় নিয়ে আসে । ঘটনাকে কেন্দ্র করে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে ।