মোঃ সফিয়ার রহমান,পাইকগাছা (খুলনা) প্রতিনিধিঃ
খুলনা বটিয়াঘাটা থানার ঝিনাইখালী গ্রামে আজ গৃহবধুর গলায় ওরনায় ফাস দিয়ে আত্বহত্যাঃ। মহিদুল শেখের স্ত্রী নাসরিন আকতার (২৫) পারিবারিক কলহের জের ধরে সবার অগোচরে নিজ শয়ন কক্ষে ঘরের আড়ার সাথে ওরনা পেচিয়ে আত্মহত্যা করে। বাড়ির লোকজন ঘরের দরজা ভেঙ্গে মৃতার গলায় ফাস দেওয়া ওরনা কেটে ঝুলন্ত লাশ নামিয়ে রাখে। ঘটনার সংবাদে তদন্তকারী কর্মকর্তা এস আই প্রভাষ চন্দ্র সাহা সংগীয় অফিসার ও ফোর্স নিয়ে ঘটনাস্হলে ১৮.২৭ ঘটিকায় উপস্হিত হয়ে মৃতার জা আকলিমা বেগমের দ্বারা লাশ পর্যবেক্ষন করান।
প্রথমিক তদন্তে জানা যায় পারিবারিক কলহের কলহের জের ধরে স্বামীর প্রতি অভিমান করিয়া গলায় ফাস দিয়ে আত্মহত্যা করিয়াছে।
তদন্তকারী কর্মকর্তা লাশের সুরতহাল রিপোর্ট তৈরি করে এটি হত্যা না আত্মহত্যা প্রকৃত ঘটনা নিশ্চিত হওয়ার জন্য লাশ ময়না তদন্তের
১২-১০-২২ তারিখ
জন্য মর্গে পাঠানোর ব্যাবস্হা গ্রহন করেছেন। এ সংক্রান্তে বটিয়াঘাটা থানার অপমৃত্যু মামলা হয়েছে।