আবু রায়হান লিটন,বদলগাছী(নওগাঁ)প্রতিনিধিঃ
নওগাঁর বদলগাছীতে উয়াবা,গাঁজা,নগদ টাকা সহ ২জনকে আটক করেছে জেলা মাদক দ্রব্য অধিদপ্তর নওগাঁ। জানা যায় গত ৮ সেপ্টেম্বর বেলা ৩টায় উপজেলার মথুরাপুর ইউপির মামুদপুর গ্রামের মৃত অছির উদ্দীনের ছেলে আবুল হোসেন(৪৮)দীর্ঘদিন ধরে মাদক ব্যবসা চালিয়ে আসছিল্। গোপন সংবাদের ভিত্তিতে নওগাঁ জেলা মাদক দ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তের এস আই সাইন সওকত তার সংগীয় ফোর্স নিয়ে মাদক সম্রাট নামে পরিচিত আবুলের বাড়ীতে অভিযান চালায়।আবুল হোসেন পালিয়ে যায়। এসময় আবুলের ছেলে রাসেলের সয়ন ঘরে থাকা ১০৫পিছ ইয়াবা,৩০পিছ পেন্টাডল ও আবুল হোসেনের ঘরে ২লক্ষ ৭৮হাজার ৬শ টাকা ২পুড়িয়া গাঁজা সহ রাসেল ও তার মা রেবেকা সুলতানা(৪২)কে আটক করে। ঐ গ্রামের একাধীক জনসাধারণ বলেন আবুল সহ তার পরিবারের লোক জন দীর্ঘদিন ধরে মাদক ব্যবসা চালিয়ে আসছে সে মাদক সম্রাট বলে পরিচিত। তাদের নামে থানায় কয়েকটা মাদক মামলা রয়েছে। এলাকা বাসির ক্ষোভ, মাদক দ্রব্য নিয়ন্ত্রণের পুলিশ রহস্য জনক ভাবে রাসেলের স্ত্রী রিভাকে ছেড়ে দিয়েছে। সে-তো ব্যবসা চালিয়ে যাবে। এব্যপারে মাদক দ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের এস আই সাইন সওকত বলেন গোপন সংবাদের ভিত্তিত্বে অভিযান চালিয়ে উক্ত মাদক ও টাকা উদ্ধার করা হয়। তিনি আরো বলেন রাসেলকে ভ্রাম্যমাণ আদালতে তিন মাসের জেল প্রদান করা হয়েছে, আর আবুল হোসেন ও তার স্ত্রী রেবেকা সুলতানাকে মাদক আইনে বদলগাছী থানায় মামলার প্রক্রিয়া চলছে।