আবু রায়হান লিটন,ষ্টাফ রিপোর্টার নওগাঁঃ
নওগাঁর বদলগাছীতে ছলিম উদ্দীন তরফদার এমপি আন্তঃজেলা গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট এর ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।
৬ নভেম্বর বিকাল ৪ টায় বদল গাছী উপজেলা ক্রিড়া সংস্থা কর্তৃক আয়োজিত ফাইনাল খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাদ্য মন্ত্রী সাধন চন্দ্র মজুমদার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,বদলগাছী ও মহাদেব পুর ৪৮নওগাঁ-৩ সংসদ সদস্য ছলিম উদ্দীন তরফদার। আত্রাই রানি নগর সংসদ সদস্য মোঃ আনোয়ার হোসেন হেলাল। জেলা প্রশাসক খালিদ মেহেদী হাসান, পিএএ নওগাঁ। পুলিশ সুপার মুহাম্মদ রাশিদুল হক নওগাঁ। বদল গাছী উপজেলা শাখা আওয়ামী লীগ সভাপতি মোঃ আবু খালেদ বুলু ও সাঃ সম্পাদক মোঃ মিজানুর রহমান কিশোর। বদলগাছী উপজেলা নির্বাহী অফিসার ও ক্রিড়া সংস্থা সভাপতি আলপনা ইয়াসমিন এবং ক্রিড়া সংস্থা সাঃ সম্পাদক এম জামান পিন্টু।
অদ্যই বদল গাছী শেখ রাসেল মিনি স্টেডিয়ামে অনুষ্ঠিত ফাইনাল খেলায় নির্ধারিত সময়ে গোল শুন্য ড্র হওয়ায় নওগাঁ জেলা দল বগুড়া জেলা দলকে টাইব্রেকারে ৩–২গোলে পরাজিত করে চ্যাম্পিয়ন ট্রফি জিতে নেন।প্রধান অতিথি চ্যাম্পিয়ন এবং রানার্সআপ দলের হাতে ট্রফি তুলে দেন। রেকর্ড পরিমাণ দর্শকের উপস্থিতিতে মাঠ ছিল পরিপূর্ণ। ৮ টি জেলা দল নিয়ে গঠিত এই টুর্নামেন্ট ছিল একটি মনোমুগ্ধকর উপভোগ্য টুর্নামেন্ট।