আবু রায়হান লিটন,স্টাফ রিপোর্টার, নওগাঁঃ
ধর্মীয় রাষ্ট্র নয়, ধর্মনিরপেক্ষ রাষ্ট্র চাই।মানবাধিকার সংগ্রাম চলছেই চলবেই। এসব শ্লোগানে সরকারের নির্বাচনি প্রতিশ্রুতি বাস্তবায়নের দাবি নিয়ে বদলগাছী উপজেলা, বাংলাদেশ হিন্দু,বৌদ্ধ,খ্রিস্টান ঐক্য পরিষদ বদল গাছী উপজেলা শাখার(,নওগাঁ) আয়োজনে সকাল সন্ধ্যা গন অনশন কর্মসূচি পালন করা হয়।
২২ অক্টোবর শনিবার উপজেলা প্রশাসন চত্বরে আয়োজিত গন অনশনে ঐক্য পরিষদের বিভিন্ন নেত্রী বৃন্দ সহ এলাকার সাধারণ সদস্য গন যোগ দেন।কর্মসূচির সভাপতিত্ব করেন, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ বদল গাছী উপজেলা শাখার( নওগাঁ) সভাপতি, অরুণ কুমার চক্রবর্তী, বক্তব্য রাখেন, বীর মুক্তিযোদ্ধা নিতাই চন্দ্র সাহা,উপজেলা পুজা উদযাপন কমিটির সাঃ সম্পাদক বাসুদেব সাহা,হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সাঃ সম্পাদক তপন কুমার মন্ডল।
বক্তাগন বলেন, সাম্প্রদায়িক সহিংসতা চিরতরে বন্ধ সহ সরকারি দলের ২০১৮সালের নির্বাচনি ইশতেহারের প্রতিশ্রুতি বাস্তবায়নের দাবি নিয়ে আজ আমরা গন অনশন কর্মসূচি পালন করছি।
সরকারের দেয়া প্রতিশ্রুতি *সংখ্যালঘু সুরক্ষা আইন প্রনয়ণ। *বৈষম্য বিলোপ আইন প্রনয়ণ। *দেবোত্তর সম্পত্তি সংরক্ষণ আইন প্রনয়ণ * জাতীয় সংখ্যালঘু কমিশন গঠন। *অর্পিত সম্পত্তি প্রত্যর্পন আইন যথাযথ বাস্তবায়ন * সমতলের আদিবাসীদের জন্য পৃথক ভূমি কমিশন গঠন প্রতিশ্রুতির পুর্ন বাস্তবায়ন চায় তারা। পরিশেষে উপজেলা পুজা উদযাপন কমিটির সভাপতি দেব প্রসাদ দেশ মুখ্য অনশনকারী সদস্য বৃন্দদের জুস পান করিয়ে অনশন ভঙ্গ করান এবং কর্মসূচির সমাপ্তি ঘোষণা করা হয়।