আবু রায়হান লিটন,জেলা প্রতিনিধি নওগাঁঃ
নওগাঁর বদলগাছীতে যথাযথ মর্যাদায় আন্তর্জাতিক শ্রমিক দিবস পালন করে শ্রমিক সংগঠন গুলো।
সোমবার সকাল ৯ টায় আন্তর্জাতিক শ্রমিক দিবস ১লা মে-২০২৩ উপলক্ষে বদলগাছী গৃহনির্মাণ, কার, মাইক্রো সহ বিভিন্ন শ্রমিক ইউনিয়ন শাখার আয়োজনে উপজেলার অডিটোরিয়াম থেকে এক বর্ণাঢ্য র্যালি বের হয়। র্যালিটি সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে আবারো অডিটোরিয়াম এসে মিলিত হয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় ১৮৮৬ সালের পহেলা মে সিকাগো শহরের ৮ ঘন্টা কাজের দাবীতে শ্রমিক আন্দোলনে পুলিশ বাহিনীর গুলিতে নিহত শ্রমিকদের গায়ে পরিধেয় রক্তাক্ত শাট হয়ে উঠেছিল লাল পতাকা। আর এই পতাকাই প্রতিষ্ঠিত ও মজবুত করেছিল দুনিয়ার মুজদুর এক হওয়ার স্লোগান।
বদলগাছী উপজেলা গৃহনির্মাণ শ্রমিক ইউনিয়ন শাখার সভাপতি জনাব আবুল কালাম আজাদ এর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামীলীগের সভাপতি আবু খালেদ বুলু, সাধারণ সম্পাদক মিজানুর রহমান কিশোর, বিশেষ অতিথি সাবেক চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুস সালাম মন্ডল, থানা অফিসার ইনচার্জ (ওসি) মো. আতিয়ার রহমান সহ অনেকে।
এসময় বিভিন্ন পেশার প্রায় ৫ শতাধিক শ্রমিক সহ বিভিন্ন শ্রমিক ইউনিয়নের নেতা কর্মী উপস্থিত ছিলেন।