আবু রায়হান লিটন জেলা প্রতিনিধি নওগাঁঃ বীর মুক্তিযোদ্ধা শহীদ ক্যাপ্টেন শেখ কামালের ৭৪তম জন্মবার্ষিকী উপলক্ষে নওগাঁর বদলগাছীতে তাঁর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ, আলোচনা সভা ও স্মৃতি চারণ সহ বিভিন্ন কর্মসূচি পালন করেন উপজেলা প্রশাসন।
৫ আগষ্ট(শনিবার) সকাল ১০টায় বদল গাছী উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা অডিটোরিয়ামে উপজেলা নির্বাহী অফিসার আলপনা ইয়াসমিন এর সভাপতিত্বে আলোচনা সভায় উপস্থিত থেকে বক্তব্য রাখেন, বাংলাদেশ আওয়ামী লীগ বদল গাছী উপজেলা শাখার সভাপতি আবু খালেদ বুলু, সহকারী কমিশনার (ভুমি) আতিয়া খাতুন, বীর মুক্তিযোদ্ধা জবির উদ্দিন এফ এফ, থানা অফিসার ইনচার্জ আতিয়ার রহমান। এছাড়াও উক্ত সভায় উপস্থিত ছিলেন উপজেলা মৎস্য কর্মকর্তা আব্দুস সালাম সহ প্রশাসনের সকল দপ্তরের কর্মকর্তা এবং কর্মচারী বৃন্দ।
ঐ দিন সকাল ৮ টায় বদলগাছী উপজেলা শেখ রাসেল মিনি স্টেডিয়ামে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব গোল্ড কাপ প্রাঃ বিদ্যালয় ফুটবল টুর্নামেন্ট -২০২৩ এর উপজেলা পর্যায়ের উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি, বদলগাছী, মহাদেব পুর সংসদীয় এলাকা-৪৮,নওগাঁ -৩, এর সংসদ সদস্য ছলিম উদ্দিন তরফদার সেলিম। উপজেলা নির্বাহী অফিসার আলপনা ইয়াসমিন এর সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, বদলগাছী উপজেলা আওয়ামী লীগ সভাপতি আবু খালেদ বুলু সাঃ সম্পাদক মিজানুর রহমান কিশোর সহ সাঃ সম্পাদক আব্দুস সালাম মন্ডল, সাংগঠনিক সম্পাদক শ্রী ভগীরথ কুমার মন্ডল সহ উপজেলা আওয়ামী লীগের সকল ভাতৃ প্রতিম সংগঠনের নেতা-কর্মী বৃন্দ।