আবু রায়হান লিটন জেলা প্রতিনিধি নওগাঁঃ
নওগাঁ বদলগাছী উপজেলাধিন ঐতিহাসিক পাহাড়পুর ইউপিতে নারীসহ এক অবৈধ নারী ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ।
১৭ জুলাই, সোমবার দিবাগত রাত তিনটায় পাহাড়পুর ইউপির চাকলা গ্রামে নিজ বাড়ি থেকে নারীসহ তাকে আটক করা হয়।
আটককৃত ব্যক্তির নাম আশরাফ আলী মন্ডল (৫৫)।সে উক্ত গ্রামের ময়েনউদ্দীন মন্ডলের ছেলে এবং আটক নারীর বাড়ি বগুড়া জেলার আদমদীঘি উপজেলার সান্তাহারের মিলন হোসেনর স্ত্রী।
এলাকাবাসী সূত্রে জানা গেছে,আশরাফ আলী অনেক আগে থেকেই এই এলাকার নারী ভাড়া করে নিয়ে এসে খদ্দের ঠিক করে নিজ বাড়িতেই অবৈধ নারীদের দিয়ে ব্যবসা চালাতো।পাহাড়য় থাকতো স্ত্রী।
এব্যাপারে এলাকাবাসীর মাঝে ক্ষোভ বিরাজ করছিল।
এরই ধারাবাহিকতায় রাতে এলাকাবাসী ঐ নারীসহ আশরাফকে আটক করে পুলিশে খবর দিলে পুলিশ এসে রাত ৩ টায় নারীসহ তাকে আটক করে নিয়ে যায়।
এ ব্যাপারে বদলগাছী থানার অফিসার ইনচার্জ (ওসি) আতিয়ার রহমান জানান,মেয়েটা নাকি দেহ ব্যবসা করে।আশরাফের বাড়িতে সেই দেহ ব্যবসার উদ্দেশ্যে অবস্থান করছে এমন অভিযোগে এলাকাবাসী তাদের আটক করে পুলিশকে খবর দেয়।পুলিশ গিয়ে তাদের আটক করে মামলা দায়ের পূর্বক আদালতের মাধ্যমে নওগাঁ জেলহাজতে প্রেরণ করা হয়েছে।