আবু রায়হান লিটন,বদলগাছী নওগাঁ,প্রতিনিধিঃ
বদলগাছীতে উপজেলা আওয়ামী লীগের অঙ্গ সংগঠন ছাত্রলীগের বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।৩সেপ্টেম্বর শনিবার বেলা ১০ টায় উপজেলা অডিটোরিয়ামে বদল গাছী উপজেলা শাখা ছাত্রলীগ সভাপতি মোঃফায়ছার হোসেনের সভাপতিত্বে ও সাঃ সম্পাদক মোঃ সামসুজ্জামান হীরার সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বীর মুক্তিযোদ্ধা নওগাঁ জেলা সভাপতি আওয়ামী লীগ ও সাবেক এম পি মোঃ আব্দুল মালেক। আরো উপস্থিত ছিলেন উদ্বোধক, সভাপতি বাংলাদেশ ছাত্র লীগ নওগাঁ জেলা শাখা মোঃ সাব্বির রহমান রিজভী । সম্মেলন বক্তা,সভাপতি মহাদেব পুর উপজেলা আওয়ামী লীগ মোঃ ছলিম উদ্দিন তরফদার,(এমপি)। প্রধান বক্তা সাঃ সম্পাদক নওগাঁ জেলা শাখা মোঃ আমানুজ্জামান সিউল সহ নওগাঁ জেলা আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনে বিভিন্ন পদমর্যাদার নেত্রী বৃন্দ।এছাড়াও স্হানীয় নেত্রী বৃন্দের মধ্যে বদল গাছী উপজেলা আওয়ামী লীগ সভাপতি আবু খালেদ বুলু সাঃ সম্পাদক মিজানুর রহমান কিশোর সহ মহিলা লীগ,সেচ্ছাসেবক লীগ, যুব লীগ, কৃষক লীগ,ও ছাত্র লীগের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।এর আগে বদল গাছী উপজেলার ৮টি ইউনিয়নে বহুসংখ্যক ছাত্র লীগ নেতা কর্মী শ্লোগান দিয়ে মিছিল নিয়ে সম্মেলন স্হলে আশে।