আবু রায়হান লিটন,বদলগাছী(নওগাঁ)প্রতিনিধিঃনওগাঁর বদলগাছীতে বনিক সমিতির নির্বাচন সুন্দর ও সুষ্ঠু ভাবে অনুষ্ঠিত হয়েছে। সভাপতি পদে এস এম উজ্জ্বল খেজুর গাছ প্রতীক ১৩৪ভোট ও সম্পাদক পদে মোঃ জাহিদুল ইসলাম ঘোড়া প্রতীক ১৪৬ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন।নিকটতম সভাপতি পদে এস এম মতিউর রহমান দেয়াল ঘড়ি প্রতীক ৯১ভোট ও নিকটতম সাঃ সম্পাদক পদে বিভাষ অধিকারী মাছ প্রতীক ১২৫ ভোট পেয়েছেন।
১ সেপ্টেম্বর বৃহস্পতিবার বদল গাছী(বাসষ্টান্ড)বনিক সমিতির নির্বাচনে সকাল ৯টা থেকে বিকাল ৩টা পর্যন্ত একটানা ভোট গ্রহণ হয়। মোট ভোটার সংখ্যা ছিল ৩৪২ জন। প্রতিদ্বন্দ্বী প্রার্থী ছিলেন, সভাপতি পদে ০৫জন,সহ সভাপতি পদে ০৪জন,সাঃ সম্পাদক পদে ০৩জন,সাংগঠনিক সম্পাদক পদে০২জন,কোষাধ্যক্ষ পদে ০২,নির্বাহী সদস্য পদে ০৮জন।বাকি পদে কোন প্রতিদ্বন্দ্বী না থাকায় তারা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।