রাকিবুল ইসলাম তুরান
রিপোর্টার :ফরিদপুর জেলা।
ফরিদপুর সদরের আলিপুর ব্রিজ এলাকা থেকে, প্রান্ত মিত্র নামে এক কলেজ ছাত্রের লাশ উদ্ধার করে ফরিদপুর কোতোয়ালি থানা পুলিশ।
২৫ জুলাই মঙ্গলবার সকাল আনুমানিক সাড়ে ছয়টার স্থানীয় লোকজনের ফোনে ঘটনাস্থলে পৌঁছে ফরিদপুর কোতোয়ালি থানা পুলিশ। উদ্ধার করে প্রান্ত মিত্র নামে এক যুবকের ছুরির আঘাতে নিহত হওয়া মৃতদেহ।
প্রান্ত মিত্র ফরিদপুর শহরের ওয়ারলেস পাড়ায় বসবাস করতেন। তার পিতা মাতার সাথে,ভাড়া বাড়িতে।প্রান্ত মিত্র ফরিদপুর সরকারি রাজেন্দ্র কলেজের তৃতীয় বর্ষের ছাত্র। তার পিতার নাম বিকাশ মিত্র । তিনি পেশায় একজন স্কুল শিক্ষক। তিনি শহরের দীপ শিখা ইস্কুলে শিক্ষকতা করেন। বিকাশ মিত্রের দেশের বাড়ি রাজবাড়ী জেলার পাঁচুরিয়া গ্রামে।
পরিবার সূত্রে জানা যায় ২৪ জুলাই রাত আনুমানিক আড়াইটার দিকে প্রান্ত মিত্র কে তার বন্ধু হৃদয় ফোন কলে বলে,হৃদয়ের বোনের সিজারিয়ান অপারেশন, ইমারজেন্সি রক্ত লাগবে। প্রান্ত মিত্র বিডি স্বেচ্ছাসেবক সংগঠনের সাথে জড়িত।
বন্ধুর ফোন কলে বাসা থেকে বের হয় প্রান্ত মিত্র। রাত গভীর হতে থাকে কিন্তু বাসায় ফেরেনা প্রান্ত মিত্র। ভোর রাতে প্রান্ত মিত্রের পিতা বিকাশ মিত্র পুলিশে জানায়, তার ছেলেকে খুঁজে পাওয়া যাচ্ছে না ।
পরবর্তীতে ভোর সাড়ে ছয়টায়(আনুমানিক) আলিপুর ব্রীজ সংলগ্ন এলাকায় পাওয়া যায় রাজেন্দ্র কলেজের তৃতীয় বর্ষে পড়ুয়া প্রান্ত মিত্রের ছুরির আঘাতে নিহত লাশ। ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে পাঠায় ফরিদপুর কোতোয়ালি থানা পুলিশ।
এ ব্যাপারে ফরিদপুরের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) সুমন রঞ্জন সরকার ঢাকার টাইমকে বলেন, নিহত প্রান্তের শরীরে ছুরিকাঘাতের চিহ্ন রয়েছে। তবে, এ হত্যার কারণ এখনও জানা যায়নি। পুলিশ তদন্ত চালিয়ে যাচ্ছে। তদন্ত শেষে বলা যাবে হত্যার আসল কারণ কি।