নরসিংদী জেলা থেকে ঃ
নরসিংদীর রায়পুরায় বাঁশগাড়ী ইউয়িনের বিবদমাান দুই গ্রুপের টেঁটাযুদ্ধ বন্ধে চরাঞ্চলের আইনশৃঙ্খলা সংক্রান্ত বিষয়ক এক মতবিনিময় সভা অনুষ্টিত হয়েছে। এতে সভাপতিত্ব করেন অতিরিক্ত পুলিশ সুপার সত্য জিৎ ঘোষ। বাঁশগাড়ী উচ্চ বিদ্যালয় মাঠে আজ বিকেলে অনুষ্টিত এ সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাবেক মন্ত্রী রাজিউদ্দিন আহম্মেদ রাজ এম পি। চরাঞ্চল উন্নয়ন কমিটির সভাপতি মোঃ বেলাল হোসাইনের সঞ্চালনায় এই সময় আরো বক্তব্য রাখেন.বিশিস্ট শিক্ষাবিদ কল্পনা রাজিউদ্দিন, উপজেলা নির্বাহী অফিসার মো: আজগর হোসেন,উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারন সম্পাদক রাজিব আহম্মেদ পার্থ,পৌর মেয়র মোঃ জামাল মোল্লা, ওসি মো: আজিজুর রহমান,উপজেলা চেয়ারম্যান ফোরামের সভাপতি ও অলিপুরা ইউনিয়ন পরিষদেও চেয়ারম্যান মো: আল আমিন ভূইয়া মাসুদ,সাধারন সম্পাদক ও শ্রীনগর ইউনিয়ন পরিষদে চেয়ারম্যাান মো: রিয়াজ মোর্শেদ খান রাসেল,বাঁশগাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রাতুল হাসান জাকির,সাবেক চেয়ারম্যান মো: আশরাফুর হকসহ অনেকে। সভায় বাঁশগাড়ী ইউনিয়নের আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিবদমান দুই গ্রুপের টেঁটাযুদ্ধ বন্ধে ঔ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো: রাতুল হাসান জাকির ও সাবেক চেয়ারম্যান মো: আশরাফুল হক অঙ্গীকার বদ্ধ হয়।