মোঃ রিপন শেখ ভাঙ্গা ফরিদপুর প্রতিনিধি
বাঁশের সঁাকো ব্রিজ নির্মাণ কাজ শেষ এর উপর দিয়ে পার্শ্ববর্তী দুই উপজেলার মানুষ চলাচল
মোঃ রিপন শেখ ভাঙ্গা ফরিদপুর প্রতিনিধি
ফরিদপুরের ভাঙ্গা উপজেলার ঘারুয়া ইউনিয়নের শরিরফাবাদ স্কুল কলেজ রয়েছে ও শত বছরের পুরনো একটি হাট বাজার রয়েছে।এই হাটবাজারে নির্ভরশীল মুকশেদপুর উপজেলার ফতেপট্রির গ্রামবাসী।দু’পাড়ের রয়েছে সৌন্দর্যময় একটি কুমার নদ এ-ই কুমার নদদের রয়েছে আশির দশকের একটি অস্থায়ী শরীফাবাদ ও ফতেপট্টির সঙ্গে সংযোগ।ব্রিজটি অনেক বছ আগে ভেঙে গেলে দুই পাড়ের মানুষেরা যাতায়াতে অনেক সমস্যা মধ্যে পড়তে হয়েছে। দুই পাড়ের মানুষ আত্মীয়-স্বজন ও স্কুলে ছাত্রছাত্রীরা রোদ-বৃষ্টি কষ্ট সহ্য অপেক্ষা করে দুই পাড়ে মানুষ নৌকায় পারাপার হত।
ভাংগা উপজেলার শরিফাবাদও পার্শ্ববর্তী মুকসেদপুর উপজেলার ফতেপট্রির এ কুমার নদ সঙ্গে সংযোগ বাঁশের সাঁকো ব্র্রিজটি নির্মাণ কাজ শেষ হয়েছে।দুই পাড়ে লোকজন বঁাশের ব্রিজ উপর দিয়ে হাঁটা-চলা শুরুর করেছে। এবং দুই উপজেলা সঙ্গে বন্ধুত্ব তৈরী হয়েছে। এই কুমার নদদের সাঁকো ব্রিজটি নির্মাণ করে দিয়ে আলোড়ন সৃষ্টি করেছে ঘারুরা ইউনিয়নে পরাজিত ইউপি চেয়ারম্যান প্রার্থী মোঃ নিরু খলিফা মাতুব্বর।
মোঃ নিরু খলিফা জানান,, ফতেপট্রির গ্রামবাসী পার্শ্ববর্তী এলাকার মানুষ আমাদের বন্ধু নয় আমাদের আত্মীয় স্বজন এ মধ্যে রয়েছে সৌন্দর্যময় একটি কুমার নদ।এই কুমার নদ জন্য এলাকার মানুষ ও ছাত্র-ছাত্রীরা নৌকায় পারাপার হয়ে শরীফাবাদ স্কুল কলেজে ও হাট বাজারে অনেক রোদ বৃষ্টি কষ্ট অপেক্ষা করে কুমার নদ ওপাড়ে লোকজন থেকে নৌকায় পারাপার হয়ে আসত। এ কথা ভেবে আমি উদ্যোগ নিয়ে বাঁশে সাঁকো ব্রিজটি কুমার নদ টি নির্মাণ করে দিয়ে দুই এলাকার সঙ্গে আমাদের বন্ধুত্ব তৈরি করেছি।