মীর ইমরান-মাদারীপুর জেলা প্রতিবেদকঃ
বাংলাদেশ সুপ্রিমকোর্টের হাইকোর্ট বিভাগের অতিরিক্ত বিচারপতি এস এম মাসুদ হোসাইন দোলনকে মাদারীপুর পৌরসভার পক্ষ থেকে নাগরিক সংবর্ধণা প্রদান।
শনিবার(১০ সেপ্টেম্বর) দুপুরে মাদারীপুর পৌর কমিউনিটি সেন্টারের হল রুমে সংবর্ধণা প্রদান করা হয়।
বাংলাদেশ হাইকোর্ট বিভাগের অতিরিক্ত বিচারপতি হিসেবে নিয়োগ প্রাপ্ত হন মাদারীপুরের কৃতি সন্তান এসএম মাসুদ হোসাইন দোলন।
মাদারীপুর পৌরসভার মেয়র খালিদ হোসেন ইয়াদের সভাপতিত্বে অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন সিভিল সার্জন ডা: মুনীর আহমেদ খান, চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মামুনুর রশীদ, ভারপ্রাপ্ত পুলিশ সুপার চাই্লাউ মারমা,সাবেক পৌর মেয়র বীর মুক্তিযোদ্ধা নুরুল আলম বাবু চৌধুরী, মুক্তিযুদ্ধকালীন খলিল বাহিনীর প্রধান বীর মুক্তিযোদ্ধা খলিলুর রহমান খান,পৌরসভার সচিব ফিরোজ আহমেদ,জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক এডভোকেট গোলাম কিবরিয়া, পৌরসভার কাউন্সিলরসহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা।
অনুষ্ঠান চলাকালে স্থানীয় বিভিন্ন শ্রেনী পেশার মানুষ উপস্থিতি ছিলো চোখে পড়ার মতো এবং মাদারীপুর জেলার বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দরা এসএম মাসুদ হোসাইন দোলনকে ফুলের শুভেচ্ছা জানান।
গত ৩১ জুলাই সুপ্রিম কোর্টের এ্যাডভোকেট এসএম মাসুদ হোসাইন দোলনসহ সারাদেশের ১১জন অতিরিক্ত বিচারপতি হিসেবে নিয়োগ পান।
তারা আগামী দুইবছর অতিরিক্ত বিচারপতি হিসেবে দায়িত্ব পালন করবেন।