এবছর বাংলার উদীয়মান কবি সেরা ১০০ জনের কবিতা নিয়ে বই প্রকাশিত করেছে শব্দমালা প্রকাশনা প্রতিষ্ঠান। সেরা ১০০ জনের তালিকায় শীর্ষে রয়েছেন মেহেদী হাসান। তিনি লেখালেখি করেন ছোটবেলা থেকেই। প্রতি বছর স্কুলের ম্যাগাজিনে কবিতা কিংবা গল্প জমা দিতেন।সেখান থেকেই লেখালেখির আগ্রহ শুরু। স্কুলে পড়াশোনা করেছেন স্বনামধন্য প্রতিষ্ঠান গুলেস্তা হাফিজ মেমোরিয়াল ইনস্টিটিউট থেকে। স্কুল জীবনেই সাংস্কৃতিক অঙ্গনের প্রতি আলাদা করে ভালোবাসা।
বর্তমানে তিনি মাস্টার্স করছেন। পাশাপাশি একটি বেসরকারি ইউনিভার্সিটি তে শিক্ষকতা করছেন।মডেলিং ও লেখালেখি করছেন সমান তালে।মেহেদী হাসানের জন্ম ও বেড়ে ওঠা নরসিংদী তে।তিনি এবছর বইমেলায় প্রথম বার কবিতার বই ” পরিসমাপ্তি ” প্রকাশ করেন।আগামী বছর বইমেলায় থাকছে নতুন চমক।অবসর সময় বই পড়তে পছন্দ করেন এবং লেখালেখি করেন।