বাগমারা প্রতিনিধি :
রাজশাহীর বাগমারায় পণ্যের মান যাচাইয়ে অভিযান চালিয়ে ২ টি প্রতিষ্ঠানকে ১৫ হাজার টাকা জরিমানা করেছে। জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর রাজশাহী জেলা কার্যালয়। মঙ্গলবার দুপুরে বাগমারা উপজেলার হাটগাঙ্গোপাড়া বাজারে শেফালী ফার্মেসী সহ ২টি ঔষুধের দোকানে অভিযান চালিয়ে এসব জরিমানা করা হয়েছে।জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর রাজশাহী জেলা কার্যালয়ের সহকারি পরিচালক মাসুম আলীর নেতৃত্বে এই অভিযান পরিচালনা করা হয়। এসময় রাজশাহী জেলা পুলিশ তাদের সহযোগিতা করেন।জানা যায়, বাজারে পণ্যের মান তদারকির নিয়মিত অংশ হিসেবে বাগমারা উপজেলার হাটগাঙ্গোপাড়া বাজারে অভিযান পরিচালনা করে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।এসময় শেফালী ফার্মেসি ওষুধের দোকানে মেয়াদ উত্তীর্ণ ও স্যাম্পুল ওষুধ রাখার দায়ে ১০,০০০( দশ হাজার) টাকা জরিমানা ও ঔষুধের মেয়াদ উত্তীর্ণ ঔষধ রাখার দায়ে ৫০০০( পাঁচ হাজার) টাকা জরিমানা করা হয়। সর্বমোট দুটি প্রতিষ্ঠানকে পনেরো হাজার টাকা জরিমানা করা হয় । এ বিষয়ে, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর রাজশাহী জেলা কার্যালয়ের সহকারি পরিচালক মাসুম আলী জানান। নিয়মিত বাজার তদারকির অংশ হিসেবে এই অভিযান অব্যহত থাকবে।