শাহ সুমন (বানিয়াচং) প্রতিনিধি:বানিয়াচং উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে।সভায় বানিয়াচং উপজেলার বর্তমান আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক থাকায় সন্তোষ প্রকাশ করা হয়।সামনে জাতীয় নির্বাচন কে কেন্দ্র করে যাতে বিশেষ কোন গোস্টী আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি না ঘটাতে পারে সেইদিকে দৃষ্টি রাখার জন্য আইনশৃঙ্খলা বাহিনী কে সতর্ক থাকার জন্য আহবান জানানো হয়।
বানিয়াচং সিএনজি’র দৌরাত্ম্য ও পরিবহন সেক্টরের বিভিন্ন অনিয়ম নিয়ে সভায় ক্ষোভ প্রকাশ করা হয়েছে। এছাড়া বানিয়াচং সাবরেজিস্ট্রার অফিসের সাবরেজিস্ট্রার ও দলিল লেখকদের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করে বিভিন্ন বক্তারা বক্তব্য রাখেন। দলিল নিবন্ধনের সরকারি ফি’ সংক্রান্ত চার্ট না টংগানোতে ক্ষোভ প্রকাশ করা হয়। এদের বিভিন্ন অনিয়ম ও দৌরাত্ম্য বন্ধ করার জন্য দাবি জানানো হয়েছে।
পল্লীবিদ্যুতের সীমাহীন লোডশেডিং ও শিডিউল ছাড়া যখন তখন যে কোন সঞ্চালন লাইন বন্ধ করে দেওয়ায় ক্ষোভ প্রকাশ করা হয়।
বানিয়াচং শহীদ মিনারের সামনের সড়কের জরুরী সংস্কার কাজ করানোর জন্য ও সভায় আহবান জানানো হয়েছে।রবিবার (৩০ জুলাই) দুপুর ১২টায় উপজেলা পরিষদ সভাকক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা পদ্মাসন সিংহ।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ও আইনশৃঙ্খলা কমিটির উপদেষ্টা আবুল কাসেম চৌধুরী।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার( ভূমি) মো: নাজমুল হাসান, অফিসার ইনচার্জ মোহাম্মদ দেলোয়ার হোসেন।সভায় বক্তব্য রাখেন বানিয়াচং দূর্ণীতি প্রতিরোধ কমিটির সভাপতি বিপুল ভূষণ রায়, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও ইউপি চেয়ারম্যান আহাদ মিয়া, শাহজাহান মিয়া, উপজেলা আওয়ামী লীগ নেতা শেখ শাহনেওয়াজ ফুল, কাজল চ্যাটার্জি, বানিয়াচং প্রেসক্লাব সভাপতি মোশাহেদ মিয়া,ইউপি চেয়ারম্যান
হায়দারুজ্জামান খান, আনোয়ার হোসেন, মঞ্জু কুমার দাস, এরশাদ আলী, ফরিদ আহমেদ, মাসুদ কোরাইশী মক্কী, সাদিকুর রহমান, শেখ শামসুল হক,শেখ মিজান, নাসিরুদ্দিন চৌধুরী প্রমুখ। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ শামসুল হক, পি আইও মলয় কুমার দাস, মহিলা বিষয়ক কর্মকর্তা নুসরাত ফেরদৌসী, তথ্যআপা, নুপুর মোহন্ত, যুব উন্নয়ন অফিসের প্রতিনিধি মহিউদ্দিন আগাখান,পল্লীবিদ্যুৎ প্রতিনিধি সহিবুর রহমান।