শাহ সুমন,(বানিয়াচং)প্রতিনিধি:বানিয়াচংয়ে সিলেট অঞ্চলের কৃষি উন্নয়ন প্রকল্পের আওতায় গঠিত কৃষক গ্ৰুপের মধ্যে বিনামূল্যে কৃষি যন্ত্রপাতি বিতরণ করা হয়েছে।বানিয়াচং উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে বিনামূল্যে কৃষি যন্ত্রপাতি বিতরণের উদ্বোধন করেন এডভোকেট মোঃ আব্দুল মজিদ খান এমপি।।
বুধবার(৯ আগষ্ট) সকাল সাড়ে ১১টায় বানিয়াচং উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার পদ্দাসন সিংহ। সভায় উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মোঃ এনামুল হক মূল প্রবন্ধ উপস্থাপন করেন।উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ এনামুল হকের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন স্থানীয় সংসদ সদস্য ও বেসরকারি সদস্যদের বিল ও বেসরকারি সদস্যদের প্রস্তাব সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এডভোকেট মোঃ আব্দুল মজিদ খান এমপি।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ আবুল কাশেম চৌধুরী, মহিলা ভাইস চেয়ারম্যান হাসিনা আক্তার, সহকারী কমিশনার (ভূমি) নাজমুল হাসান, অফিসার ইনচার্জ মোঃ দেলোয়ার হোসেন, পল্লী সঞ্চয় ব্যাংক অফিসার প্রদীপ কুমার দাশ,চেয়ারম্যান আহাদ মিয়া, চেয়ারম্যান এরশাদ আলী, যুবলীগের সাংগঠনিক সম্পাদক সাহিবুর রহমান, শ্রমিকলীগের সাধারণ সম্পাদক রুবেল মিয়া প্রমুখ।
প্রধান অতিথির বক্তব্যে এড: আব্দুল মজিদ খান বলেন, বাংলাদেশের কৃষক সমাজের ভাগ্যের উন্নয়নে প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা দিনরাত কাজ করছেন।ভর্তুকি মূল্যে ধানকাটার মেশিন ও সার প্রদান,বিভিন্ন সময়ে বিনামূল্যে বিভিন্ন ধরনের সার,বীজ, কীটনাশক, সেচ মেশিন সহ বিভিন্ন উপকরণ প্রদান করতে নির্দেশ প্রদান করেছেন প্রধানমন্ত্রী।জননেত্রী শেখ হাসিনার সুদৃঢ় নেতৃত্বে বাংলাদেশের কৃষিতে ঘটে চলেছে বৈপ্লবিক পরিবর্তন। উৎপাদন বৃদ্ধি পাওয়ায় দেশ খাদ্যে স্বয়ং সম্পূর্ণতা অর্জন করেছে। শেখ হাসিনার নেতৃত্বে কৃষক সমাজ আজ মাথা উচু করে দাঁড়িয়েছেন।
অনুষ্ঠান শেষে বানিয়াচং উপজেলার ৮০ টি কৃষক গ্রুপের মধ্যে প্রতি গ্রুপে ৯টি করে ঢেউটিন, ২টি হ্যান্ড স্প্রে,৫ শ ফুট পাইপ এবং ইউনিয়ন ভিত্তিক ২টি পাওয়ার স্প্রে বিনামূল্যে বিতরণ করা হয়েছে।