রিপন কান্তি গুণ, বারহাট্টা (নেত্রকোনা) প্রতিনিধি;
নেত্রকোনার বারহাট্টায় বাংলা মায়ের শ্রেষ্ঠ সন্তান বীর মুক্তিযোদ্ধাদের মাঝে ডিজিটাল সনদপত্র ও স্মার্ট আইডি কার্ড বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
বারহাট্টা উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা পরিষদের অস্থায়ী হলরুমে ডিজিটাল সনদপত্র ও স্মার্ট আইডিকার্ড বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
উপজেলা নির্বাহী অফিসার(ইউএনও) এস.এম মাজহারুল ইসলামের সভাপতিত্বে ডিজিটাল সনদপত্র ও স্মার্ট আইডিকার্ড বিতরণ অনুষ্ঠানের আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বারহাট্টা উপজেলা চেয়ারম্যান মাইনুল হক কাশেম।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার শাহ আব্দুল কাদের, বীর মুক্তিযোদ্ধা নূর উদ্দিন, নির্বাচন অফিসার জিন্নাত আরা, বারহাট্টা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ লুৎফুল হক, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা লতিফুর রহমান, উপজেলা ভাইস চেয়ারম্যান আনোয়ার হোসেন আজাদ, বারহাট্টা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ফেরদৌস আহমাদ বাবুলসহ আরো অনেকে।
আলোচনা অনুষ্ঠানের পর বাংলার শ্রেষ্ঠ সন্তানদের হাতে এক এক করে ডিজিটাল সনদপত্র ও স্মার্ট আইডি কার্ড বিতরণ করা হয়।
তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় বীর মুক্তিযোদ্ধাগণ বলেন, আগে আমাদের কাগজপত্রের মাধ্যমে মুক্তিযোদ্ধার পরিচয় দিতে হতো, আজ থেকে ডিজিটাল যুগে, ডিজিটাল কার্ডের মাধ্যমে পরিচয় দিতে পারব। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার আজকে আমাদের মুক্তিযোদ্ধাদের ডিজিটাল সনদপত্র ও স্মার্ট আইডি কার্ড প্রদান করে যে সন্মান দিয়েছেন, তাতে মুক্তিযোদ্ধা হিসাবে আমরা গর্বিত।