রিপন কান্তি গুণ, বারহাট্টা (নেত্রকোনা) প্রতিনিধি;
নেত্রকোনার বারহাট্টায় নানা আয়োজনের মধ্য দিয়ে পালিত হয়েছে শেখ রাসেল এর ৫৯তম জন্মদিন। সরকারের সিদ্ধান্ত অনুযায়ী, শেখ রাসেলের জন্মদিন ‘শেখ রাসেল দিবস’ হিসেবে রাষ্ট্রীয়ভাবে পালিত হচ্ছে। শেখ রাসেল জাতীয় দিবসের এবারের মূল প্রতিপাদ্য বিষয় হচ্ছে- ”শেখ রাসেল নির্মলতার প্রতীক, দুরন্ত প্রাণবন্ত নির্ভীক।’
আজ (১৮অক্টোবর) মঙ্গলবার বারহাট্টা উপজেলা প্রশাসনের আয়োজনে সকাল ১০.৩০ ঘটিকায় উপজেলা চত্বরে শেখ রাসেল এর স্বরণে দোয়া, প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পণ করেন, বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মকর্তা- কর্মচারীগণ ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রীরা। পরে বর্ণাঢ্য শোভাযাত্রা, আলোচনা সভা, পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
বারহাট্টা উপজেলা নির্বাহী কর্মকর্তা এসএম মাজহারুল ইসলাম এর সভাপতিত্বে বারহাট্টা অফিসার্স ক্লাবে আলোচনা সভার আযোজন করা হয়। এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বারহাট্টা উপজেলা পরিষদের চেয়ারম্যান মাঈনুল হক কাশেম।
অন্যান্যদের মাধ্যে উপস্থিত ছিলেন, বারহাট্টা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ লুৎফুল হক, বারহাট্টা উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ রাকিবুল হাসান, বীর মুক্তিযোদ্ধা শাহ মোহাঃ আবদুল কাদের (সাবেক কমান্ডার), বীর মুক্তিযোদ্ধা নূর উদ্দিন নূর, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ফেরদৌস আহমেদ বাবুল, বারহাট্টা শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক ফরিদ আহমেদ, সেচ্ছাসেবক লীগের সভাপতি রফিকুল আজাদ বকুল সহ বিভিন্ন স্কুলের ছাত্র শিক্ষক ও সাংবাদিকবৃন্দ।
আজ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছোট ছেলে ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছোট ভাই, শহীদ শেখ রাসেলের ৫৯তম জন্মদিন। শেখ রাসেল ১৯৬৪ সালের ১৮ অক্টোবর ধানমন্ডির ঐতিহাসিক বঙ্গবন্ধু ভবনে জম্নগহন করেন।