মোঃ আল মামুন বালিয়াডাঙ্গী প্রতিনিধি (ঠাকুরগাঁও)
ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে স্কুলছাত্রীকে ইভটিজিংয়ের দায়ে মাসুদ রানা অরফে আদম (২৫) নামে এক যুবককে দুই মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।শনিবার (১৮ নভেম্বর) সন্ধ্যায় উপজেলা কমিশনার (ভূমি) ফাতেমা তুজ জোহরা এ আদেশ দেন।দণ্ডপ্রাপ্ত মাসুদ রানা অরফে আদম বালিয়াডাঙ্গী উপজেলার ভানোড় ইউনিয়নের ভানোর গ্রামের এরশাদ আলীর ছেলে।
উপজেলা কমিশনার (ভূমি) ফাতেমা তুজ জোহরা বলেন, স্কুল পড়ুয়া এক ছাত্রীকে ইভটিজিং করে ওই যুবক। পরে ওই ছাত্রী বিষয়টি তার অভিভাবকদের জানালে তারা ওই যুবককে আটক করে প্রশাসনকে খবর দেন। অভিযুক্ত ব্যক্তি দোষ স্বীকার করায় তাকে দুই মাসের বিনাশ্রম কারাদণ্ড দেয়।বালিয়াডাঙ্গী থানার অফিসার ইনচার্জ (ওসি) খায়রুল আনাম বলেন, সাজাপ্রাপ্ত যুবককে আগামীকাল রবিবার জেলহাজতে পাঠানো হবে।