মোঃ রিপন শেখ ভাঙ্গা প্রতিনিধিঃ
ফরিদপুরের ভাঙ্গা উপজেলার মাধবপুর এলাকায় বাস নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কায় চারজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ১০ জন।
শনিবার (৫ নভেম্বর) দিনগত রাত সাড়ে ৩ দিকে সাকুরা পরিবহন রেজিস্টার নাম্বার ঢাকা মেট্রো-ব১১-৪৮০৬ মাধবপুর পৌরসভা নামক স্থান এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।ঘটনাস্থলে ২জন মারা যায়। আহতদের উদ্ধার করে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া পথে আরো ২জনের মৃত্যু হয়।
আহতদের উদ্ধার করে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
তবে আহতদের নামপরিচয় জানা যায়নি।
নিহতরা হলেন-কাউখালী থানা) শিয়ালকাঠী গ্রামে মোঃ আব্দুর রহিম স্ত্রী মেরিনা আক্তার (৩২) মেরিনা আক্তার বাচ্চার জুনায়েদ (৩),একই সাথে মা ছেলে নিহত হয়।এবং সাভা ১৩৪০ পৌরসভা গেন্ডা গ্রামে হুমায়ুন কবির (৪৮) ও ঝালকাঠি সদর থানা) দার খিল গ্রামে আব্দুল রউফ হাওলাদার (৫০)। নিহত হয়।
ভাঙ্গা হাইওয়ে থানার পুলিশের উপ-পরিদর্শক সোহানুর বলেন, মাধবপুর এলাকায় সাকুরা পরিবহনের যাত্রীবাহী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে একটি গাছে সঙ্গে ধাক্কা লাগে। এতে বাসটি দুমড়ে-মুচড়ে গিয়ে ঘটনাস্থলেই দু’জন নিহত হয়। ও আহত হন অন্তত ১০ জন। হতাহতদের উদ্ধার করে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নেওয়া হলে সেখানে আরও দু’জনের মৃত্যু হয়। দুর্ঘটনা কবলিত বাসটি উদ্ধার করে থানা হেফাজতে নেওয়া হয়েছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা পিক্রিয়াধীন আছে।