আক্তার হোসেন,শরীয়তপুরঃ
“পরিচ্ছন্নতা শুরু হোক আমার থেকে” এই স্লোগানকে সামনে রেখে বিডি ক্লিন-গোসাইরহাট উপজেলার সপ্তাহিক ভাবে পরিষ্কার পরিচ্ছন্নতার ২৪ তম ইভেন্ট সম্পন্ন হয়েছে।
বিডি ক্লিনের আজকের ইভেন্ট গোসাইরহাট থানা ও তার চারপাশ পরিষ্কার পরিচ্ছন্ন অভিযান অনুষ্ঠিত হয়েছে। একঝাঁক তরুন বিডি ক্লিন সদস্য দের অক্লান্ত পরিশ্রমে শেষ হয়েছে আজকের ইভেন্ট।
দেশটা আমাদের, পরিষ্কার রাখার দায়িত্বও আমাদের। তাই এখনই পরিহার করুন যত্রতত্র ময়লা আবর্জনা ফেলার বদঅভ্যেস। তারুণ্য জেগেছে ময়লা তুলছে, নিশ্চয়ই আমার দেশ হবে পরিষ্কার। আমরা পরিচ্ছন্ন বাংলাদেশের স্বপ্ন দেখি। আমরা এটাই আশা করি, একদিন বাংলাদেশ পরিচ্ছন্ন হবে। সেদিন সবাই মাথা উঁচিয়ে বলতে পারবো আমরা পরিষ্কার পরিচ্ছন্ন বাংলাদেশের গর্বিত নাগরিক।
শামীম শাকিল বলেন, পাশাপাশি সকল বিডি ক্লিন টিম একতাবদ্ধ হয়ে প্রাণের দেশকে বিশ্ব মানচিত্রে পরিচ্ছন্নতার তালিকায় শীর্ষে নিয়ে যাবে।
বিডি ক্লিন গোসাইরহাট টিমের সদস্যারা সুশৃঙ্খল ভাবে কাজে অপরিচ্ছন্ন স্থান পরিচ্ছন্নতায় রূপ দিয়েছে। পরিচ্ছন্ন অভিযানের পাশাপাশি তারা স্থানীয়দের মাঝে সচেতনতার বার্তা ছড়িয়ে দিয়েছেন। যাতে যত্রতত্র স্থানে ময়লা আবর্জনা না ফেলে এবং নিদিষ্ট স্থানে ময়লা ফেলে।