সোহেল রানা,কুড়িগ্রামঃ
নীলফামারীর সৈয়দপুর বিমানবন্দরে তল্লাশিকালে ঢাকাগামী আব্দুর রাজ্জাক মিলন নামের এক ইউপি চেয়ারম্যানকে ইয়াবাসহ আটক করা হয়েছে। এ সময় তার কাছ থেকে ১৫ পিস ইয়াবা পাওয়া যায়। শুক্রবার (৪ নভেম্বর) রাত সাড়ে ৮টার দিকে সৈয়দপুরে বিমানবন্দর আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) তাকে এসব ইয়াবাসহ আটক করে।আটককৃত আব্দুর রাজ্জাক কুড়িগ্রাম জেলার চিলমারী উপজেলার থানাহাট ইউপি চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। বিমানবন্দর পুলিশ সূত্র ও গোয়েন্দা সংস্থা সূত্রে জানা যায়,ইউপি চেয়ারম্যান আব্দুর রাজ্জাক মিলনের শনিবার ৫ অক্টোবর সন্ধ্যায় ওমরাহ হজের উদ্দেশে সৌদি আরব যাওয়ার কথা ছিল। সেই মোতাবেক তিনি শুক্রবার রাত সাড়ে ৮টার দিকে ঢাকা যাওয়ার জন্য সৈয়দপুর বিমান বন্দরের বহির্গমন লাউঞ্জে প্রবেশকালে এভিয়েশন সিকিউরিটি চেক করার সময় প্যান্টের পকেটে ১৫ পিচ ইয়াবা পাওয়া যায়। এ সময় আটক ব্যক্তির সাথে ছিলেন চিলমারী উপজেলার ব্যবসায়ী ও ঠিকাদার মুছা মিয়া।আটককৃত ব্যক্তি বর্তমানে সৈয়দপুর বিমানবন্দরে এপিবিএন পুলিশের হেফাজতে রয়েছে। সৈয়দপুর বিমানবন্দরে নিরাপত্তায় নিয়োজিত এপিবিএন পুলিশের পরিদর্শক হাবিবুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন,আটক ব্যক্তিকে সৈয়দপুর থানা পুলিশের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে।