মো আব্দুল্লাহ আল আনন্দ ক্রিয়া (প্রতিনিধি) –
বিশ্ব কাপের নিজেদের প্রথম ও
গ্রুপ পর্বের খেলার গত বৃহস্পতিবার কাতারের লুসাই স্টেডিয়ামে হার দিয়ে
নিজেদের বিশ্বকাপ মিশন হার সূচনা করে আর্জেন্টিনা ফুটবল দল।
টানা ৩৬ ম্যাচ অপরাজিত থাকার পরমরুর দেশ সৌদি আরবের বিপক্ষে ২-১ গোলে হেরে গিয়েছিল আলবেসেস্তারা।
সেই হারে সপ্ন ভেঙে পরেছিল আলবেসেস্তার বিশ্ব কাপ জিতার মিশন।
ফুটবল ক্ষুদে জাদুকর লিও মেসি বলেছেন,”আমরা মনের দিক থেকে মরে গেছি,সত্যিই এই হার আমাদের কাম্য ছিল না। আমরাদের দিকে তাকিয়ে থাকে বিশ্বের সকল আর্জেন্টাইন সমর্থক। ”
২৬ নভেম্বর,২০২২ আবার কাতারের সেই লুসাই স্টেডিয়ামে মুখোমুখি হয় আলবেসেস্তা আর ম্যাক্সিকো। প্রথমার্ধের ৪৫ মিনিটের খেলা ছিল গোল শুন্য।
দ্বিতীয়ার্ধের ৬৫ মিনিটের মাথায় মেসির গোল। সমথক রা দেখতে শুরু করে নতুন সপ্ন। এর পরে আবারও গোল করে বসে বসে আজেন্টিনা। খেলার শেষ মহুর্তে অ্যালভারেসের গোলে নিশ্চিত জয়ের সীমানায় পৌঁছায় আর্জেন্টিনা।
উল্লশে মেটে উঠে সারা বিশ্বের আজেন্টিনা সমথকরা। এতেই মেক্সিকোকে২-০তে হারায় মেসি বাহিনী।
ইতিহাস বলে ১৯৯০ সালে ১ম ম্যাচ যাওয়া আর্জেন্টিনা সে আশরে ফাইনাল খেলছিল।তাই আর্জেন্টিনা সমথকরা আর হতাশ নয়, বরং সপ্ন দেখছে বিশ্ব কাপ জয়ের।