বাগেরহাট জেলা প্রতিনিধিঃ
বাংলার বড় উৎসব,বাংলার সবচেয়ে বড় শারদ সন্মান এমন প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে বাংলাদেশের একমাত্র সনাতন ধর্মীয় চ্যানেল মন্দির টিভির মাধ্যমে বিশ্ব দুর্গা পূজা শারদ সম্মান ২০২২ উপলক্ষে দেশের বিভিন্ন স্থানের মতো বাগেরহাট জেলায় শেরা প্রতিমা নির্বাচিত হওয়ায় ২ টি মন্দিরকে শারদ সন্মাননা প্রদান করেন।মন্দির টিভির জেলা প্রতিনিধি দীপ হালদার মন্দির কমিটির হাতে এ স্মারক সম্মাননা তুলে দেন।
৬ অক্টোবর(বৃহস্পতিবার) বিজয় দশমীতে মন্দির টিভির পক্ষ থেকে এ শারদ সম্মাননা প্রদান করা হয়।এ বছর জেলায় চুলকাঠি বনিকপারা দুর্গা মন্দিরে বিভিন্ন দেবদেবীর ১৫১ টি প্রতিমা প্রতিস্থাপন করে পুজার আয়োজন করায় সনাতন ধর্মাবলম্বীদের মাঝে ব্যাপক উদ্দীপনা লক্ষ্য করা গেছে।তাদের এ আয়োজনে মন্দির টিভির পক্ষ থেকে সেরা প্রতিমা নির্বাচিত হওয়ায় মন্দির কমিটির সভাপতি দিপঙ্কর কুমার সাধুর হাতে শারদ সম্মাননা তুলে দেওয়া হয়।এছাড়াও একি ভাবে জেলার দশানী সার্বজনীন দুর্গা মন্দিরে সেরা প্রতিমা নির্বাচিত হওয়ায় মন্দিরের সাধারণ সম্পাদক সুমন কুমার দাসের হতে শারদ সম্মাননা প্রদান করা হয়।
এ সময় আরো উপস্থিত ছিলেন বিএমএফ টেলিভিশনের প্রতিনিধি উজ্জ্বল কুমার দাস,আলোচিত কন্ঠের নিজস্ব প্রতিনিধি হুমায়ুন প্রমুখ।