সোহেল রানা,কুড়িগ্রামঃ
পাঁচ দিনব্যাপী দুর্গোৎসব উদযাপন শেষে আজ বিকেলে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হয়েছে । বুধবার (৫ অক্টোবর) বিকেল ৪টায় মন্দিরগুলো থেকে সদরঘাটের উদ্দেশ্যে প্রতিমা বিসর্জনে বের হন সনাতন ধর্মাবলম্বীরা। এ সময় সব অশুভ শক্তির বিনাশ ও শুভ শক্তির বিকাশের মাধ্যমে অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়ে উঠবে-এ প্রার্থনা করেন তারা।প্রতিমা বিসর্জন দিতে আসা সনাতন ধর্মাবলম্বীরা বলেন,শেষ পর্যন্ত খুব ভালো ভাবেই এবারের পূজা উদযাপন করেছি। দেবী দুর্গাকে বিদায় জানাচ্ছি তাতে কিছুটা খারাপ তো লাগছেই। একটি বছর অপেক্ষা করতে হবে। আবার একটি বছর পর দেবীকে পাবো। পূজা উদযাপন শেষে মা দুর্গাকে বিদায় জানাচ্ছি। দিন যাবে, মাস যাবে-এভাবে একটি বছর ধরে আবারও পূজা উদযাপনের অপেক্ষা করতে হবে।খুলিয়াতারী শীলপাড়া সর্বজনীন পূজা কমিটির সাধারণ সম্পাদক শ্রী চয়ন শীল বলেন, এবারের পূজা উদযাপনের মাধ্যমে সব অশুভ শক্তির বিনাশ ঘটিয়ে শুভ শক্তির বিকাশ ঘটবে। সাম্প্রদায়িক অশুভ শক্তির বিনাশ ঘটিয়ে অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়ে উঠবে এমনটাই প্রত্যাশা করি।