মোঃ আব্দুল ওয়াহেদ,,
ইন্সপেক্টর অব পুলিশ।
আজ শিশু কাল সে পিতা
যৌবন শেষে বৃদ্ধ,
মানুষের মত মানুষ হবে
পিতা-মাতার যুদ্ধ ।।
রবি শশী মন্ত্রী রাজা
কল্পনার নাই শেষ,
মাতা-পিতার ভাবনা কত
গড়বে তুমি দেশ।।
নুতন ঘরে আশার আলো
খুশির বন্যা বয়,
তাবিজ কবজ দোয়া দরুদ
তবুও শঙ্কায় রয় ।।
বাবা-মায়ের কষ্ট আসান
সুখে ভরে মন,
হীরা মানিক তুমি যেন
সাত রাজারই ধন ।।
শিক্ষা দীক্ষায় মানুষ হবে
পিতা মাতার সাধ,
মানুষ তোমায় হতেই হবে
বুঝিয়ে দিবে জাত ।।
উচ্চ শিক্ষার সাহেব হয়ে
শুনাও বিশ্ববাণী,
অশ্রু সজল পিতা-মাতা
যবনিকায় বৃদ্ধাশ্রমখানি ।।