বৃহস্পতিবার , ৩০ মার্চ ২০২৩ | ১৩ই আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অভিযান
  3. অভিযোগ
  4. অর্থনীতি
  5. আইন-আদালত
  6. আগুন দুর্ঘটনা
  7. আটক
  8. আত্মহত্যা
  9. আন্তর্জাতিক
  10. আরো
  11. আলোচনা সভা
  12. ইসলামিক
  13. উদ্ধার
  14. কবিতা
  15. কমিটি গঠন

বেলকুচিতে ইউপি সদস্যকে মারপিট করে আহত করেছে চেয়ারম্যান জহুরুল ইসলামের গুন্ডা বাহিনী।

প্রতিবেদক
ঢাকার টাইম
মার্চ ৩০, ২০২৩ ৪:৩৫ অপরাহ্ণ

মো:সোহরাওয়ার্দী হোসেন বেলকুচি উপজেলা প্রতিনিধি সিরাজগঞ্জ

সিরাজগঞ্জের বেলকুচি উপজেলা ৩ নং ভাঙ্গাবাড়ী ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের ইউপি সদস্য নূরুল ইসলাম তুহিনকে মারপিট করে গুরুতর আহত করেছে ইউপি চেয়ারম্যান জহুরুল ইসলাম ভূইয়ার গুন্ডা বাহিনী। বৃহস্পতিবার সকালে উপজেলার কেসি শালদাইড় মোড়ে পাকা রাস্তার উপর এঘটনা ঘটে।উল্লেখ্য ইউপি চেয়ারম্যান জহুরুল ইসলামের বিরুদ্ধে দুইদিন আগে অন্য ইউপি সদস্য আব্দুর রাজ্জাকের কাছে ৫ লক্ষ্য টাকা চাঁদা দাবি, না দেওয়ায় তার গুন্ডা বাহিনী দিয়ে আশ্রয়ন প্রকল্পের পাইপ ভাংচুর করায় অসংখ্য পেপার পত্রিকা ও ওয়ান লাইনে সংবাদ প্রচার হয়েছে আর সেই সংবাদে লাইক দেওয়ার কারনে ইউপি সদস্য তুহিনকে সেই অনুরূপ ভাবে গুন্ডা বাহিনী দিয়ে মারপিট করা হয়েছে বলে অভিযোগ উঠেছে ইউপি চেয়ারম্যান জহুরুল ইসলামের বিরুদ্ধে।এঘটনায় ইউপি চেয়ারম্যান জহুরুল ইসলামকে এক নাম্বার আসামি করে, মানিক প্রামাণিক ও হাসমত আলী সহ আরও ১০/১৫ জনের বিরুদ্ধে বেলকুচি থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।এবিষয়ে আহত ইউপি সদস্য নূরুল ইসলাম তুহিন বলেন ইউপি চেয়ারম্যান জহুরুল ইসলামের বিরুদ্ধে ৫ লক্ষ্য টাকা চাঁদা দাবি, না দেওয়ায় আশ্রয়ণ প্রকল্পের পাইপ ভাংচুরের অভিযোগে পেপার পত্রিকায় নিউজ প্রচার হয়েছে সেই নিউজে আমি নাকি লাইক দিয়েছি এমন অভিযোগে আমাকে চেয়ারম্যান জহুরুল ইসলামের পোষা গুন্ডা বাহিনী আমাকে মারপিট করেছে অথচ সেই নিউজের বিষয়ে আমি কিছু জানিনা।ইউপি চেয়ারম্যান জহুরুল ইসলাম জানান আমার কথা বলে কাওকে মারপিট করলে আমি তার দায়ভার নিতে পারবনা। যারা এঘটনা ঘটিয়েছে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিলে প্রয়োজনে আমি তার সাথে আছি।এবিষয়ে বেলকুচি থানা অফিসার ইনচার্জ আসলাম হোসেন জানান মোবাইল ফোনে এঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে সঙ্গে সঙ্গে পুলিশ পাঠানো হয়েছে। পরে থানায় একটি লিখিত অভিযোগ পেয়েছি। উক্ত ঘটনার তদন্ত সাপেক্ষে উপযুক্ত প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

সর্বশেষ - সারা দেশ

%d bloggers like this:

ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট