মো: নাহিদ হাসান নয়ন,সিরাজগঞ্জ জেলা প্রতিনিধি:
সিরাজগঞ্জের বেলকুচিতে গরুর গোবর ভাঙ্গাকে কেন্দ্র করে ভাতিজা মনিরুল ইসলামের বাটামের আঘাতে চাচা সাইফুল ইসলাম নিহত হয়েছে। মঙ্গলবার সন্ধ্যায় বেলকুচি উপজেলার ভাঙ্গাবাড়ি ইউনিয়নে সালদাইড় গ্রামে এ ঘটনা ঘটে। নিহত সাইফুল ইসলাম একই গ্রামের তাজেল প্রামানিকের ছেলে।
নিহতের পরিবার সুত্রে জানাযায়, পারিবারিকভাবে দীর্ঘ দিন ধরে বিরোধ চলে আসছিল। এই বিরোধের জেরে মঙ্গলবার সন্ধ্যার দিকে নিহত সাইফুলের স্ত্রী জোসনা খাতুনকে বেধরক মারপিট করে মনিরুল ও তার পরিবারের লোকজন। পরে বিষয়টি তার আত্মীয়দের বাড়িতে জানাতে গেলে। এই সুযোগে চাচা সাইফুলকে ভাতিজা মনিরুলের নেতৃত্বে কয়েকজন মিলে বাড়িতে এসে এলোপাথাড়ি ভাবে বাটাম দিয়ে মেরে রক্তাক্ত অবস্থায় ফেলে রেখে যায়। পরে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে বেলকুচি সদর হসপিটালে নিয়ে গেলে অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসকের পরামর্শে সিরাজগঞ্জ ও পরবর্তীতে ঢাকা মেডিক্যালে নিয়ে যাওয়া হয়। পরে ঢাকা মেডিক্যালে বুধবার সকালের দিকে সাইফুল ইসলাম মারা যায়।
নিহত সাইফুল ইসলামের মেয়ে বেলী খাতুন জানান, কিছু টাকা ও গোবর শুকানোকে কেন্দ্র করে আমার বাবাকে হত্যা করেছে মনিরুল, তাদের বিচার ও ফাঁসি দাবি করছি। এঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। এদিকে নিহতের ঘটনার পর থেকে মনিরুলের পরিবারের লোকজন বাড়ি তালাবদ্ধ রেখে পালিয়েছে।
বেলকুচি থানা অফিসার ইনচার্জ আসলাম হোসেন জানান, বিষয়টি আমরা জানতে পেরে ঘটনাস্থল পরিদর্শন করেছি। এ বিষয়ে তদন্ত সাপেক্ষে উপযুক্ত প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।